নির্বাসন কাটিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করলেন শ্রীসন্থ।

ভারতীয় পেসার শ্রীসান্তের নির্বাসনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই বছরের সেপ্টেম্বর মাসে। নির্বাসনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কেরলের হয়ে রঞ্জি ট্রফি খেলা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে শ্রীসন্তের। এমন পরিস্থিতিতে ফের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখছেন শ্রীসন্ত। এমনকি 2023 ক্রিকেট বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চান।

2013 সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়িয়ে যায় ভারতীয় পেসার শ্রীসন্তের। সেই স্পট ফিক্সিং কাণ্ড পুরোপুরিভাবে নাড়িয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটকে। আর সেই কারণেই বিসিসিআই আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত করে দেন শ্রীসন্তকে। 2015 সালে দিল্লীর এক বিশেষ আদালত সব অভিযোগ থেকে মুক্তি দেয় শ্রীসন্তকে। তারপরে শ্রীসন্ত সুপ্রিম কোর্টে তার শাস্তির মেয়াদ কমানোর জন্য আবেদন করেন। সুপ্রিমকোর্ট বিসিসিআইকে শ্রীসন্তের শাস্তির মেয়াদ কমানোর জন্য নির্দেশ দেয়। বিসিসিআই আজীবন নির্বাসন তুলে নিয়ে তার শাস্তির মেয়াদ সাত বছর করে দেয়। আর সেই শাস্তির মেয়াদ শেষ হতে চলেছে এই বছরের সেপ্টেম্বর মাসে।

1598842268168416708445413eed7516bce9f0b616f2c4106bb3f1238b419efa0043969ae

কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন এর কাছে রঞ্জি খেলার জন্য আবেদন জানিয়েছিলেন শ্রীসন্ত। ইতিমধ্যে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন তরফে জানিয়ে দেওয়া হয়েছে শ্রীসন্ত যদি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে শ্রীসন্ত কে রাখা হবে আগামী মরশুমে রঞ্জি দলে। আর এই খবর জানার পরই অনুপ্রাণিত হয়ে শ্রীসন্ত জানিয়েছেন 2023 সালে ভারতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলতে চান তিনি।


Udayan Biswas

সম্পর্কিত খবর