এশিয়া কাপের রূপকথার পুনরাবৃত্তি করছে শ্রীলঙ্কা? আইরিশদের বিরুদ্ধে জয়ের পর উঠছে প্রশ্ন  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এ যেন এশিয়া কাপের পুনরাবৃত্তি হয়ে চলেছে। নামিবিয়ার বিরুদ্ধে হেরে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিলেন তারা। তারপর টানা দুই ম্যাচে জিতে সুপার টুয়েলভে নিজেদের জায়গা করে নিয়েছিলেন। আর আজ সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।

এর আগে এশিয়া কাপের যাত্রাতেও শ্রীলঙ্কার অবস্থা কিছুটা একইরকম ছিল। সেবারও খাতায়-কলমে অনেক দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে হাড় দিয়ে টুর্ণামেন্টে যাত্রা শুরু করেছিলেন শানাকারা। তবে তারপর ওই টুর্নামেন্টে পর পর বাংলাদেশ, ভারত পাকিস্তানের মতো প্রতিপক্ষকে হারিয়ে এশিয়া কাপের খেতাব ঘরে তুলেছিল তারা।

আজ যদিও টসে হারতে হয়েছিল শ্রীলঙ্কান অধিনায়ক শানাকাকে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। কিন্তু পাওয়ার প্লে-তে দুই উইকেট তুলে নিয়ে তাদের প্রথমেই ব্যাকফুটে ঠেলে দেন শ্রীলঙ্কান বোলাররা।

এরপর প্রথম ইনিংসে হ্যারি টেক্টরের ৪৫ এবং ওপেনার পল স্টার্লিংয়ের ৩৪ রানের ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে। প্রত্যেক শ্রীলঙ্কান বোলার আজ উইকেট পেয়েছেন। তাদের মধ্যে ২টি করে উইকেট পেয়েছেন মহেশ থিকসেনা এবং ওয়ারিন্দু হাসারাঙ্গা।

এরপর রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের বোলারদের কচুকাটা করেন শ্রীলঙ্কার ওপেনাররা। কুশল মেন্ডিস ৪৩ বলে ৬৮ রানের অপরাজিত একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যার ফলে শ্রীলঙ্কা ৫ ওভার আগেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যান। এছাড়া ৩১ করে রান করেন ধনঞ্জয় এবং আসালঙ্কা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর