বাংলাহান্ট ডেস্ক: আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। মাঝে শুধু মাস কয়েকের তফাৎ। পরিচালক অনীক দত্তের (Anik Dutta) ছবি ‘অপরাজিত’ (Aparajito) জায়গা পায়নি নন্দনে (Nandan)। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও (Srijit Mukherjee) পেলেন না। নন্দনে ব্রাত্য হয়ে রইল ‘X=প্রেম’ (X=Prem)।
শুক্রবার ৩ জুন মুক্তি পেয়েছে X=প্রেম। টলিউডের প্রথম সারির পরিচালক হয়েও নন্দনে শো পাননি সৃজিত। অথচ এক চোখামির চূড়ান্ত নিদর্শন দিয়ে ওই একই দিনে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ‘হাবজি গাবজি’ (Habji Gabji) দিব্যি জায়গা পেল নন্দনে। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের আঁচ বেড়েছে টলিপাড়ায়।
রাজের নাম না করে টুইটে অসন্তোষ প্রকাশ করেছেন সৃজিত। ‘দুটো ছবি মুক্তি পেয়েছে একই দিনে। নন্দন ১ এর জন্য দুজনেই আবেদন করেছিলাম। কিন্তু শুধুমাত্র একজন অনুমতি পেল। কিন্তু নীতি এবং আদর্শ মানলে হয় দুটি ছবিই ছাড়পত্র পেত নয়তো কারোরই পাওয়া উচিত ছিল না। এটা কেন হল?’ প্রশ্ন করেছেন সৃজিত।
আবার নিজের প্রশ্নের উত্তরও দিয়েছেন নিজেই। তাঁর মতে, আপাত দৃষ্টিতে সব ছবি সমান হলেও, কিছু ছবি অন্যদের থেকে একটু বেশিই সমান। তবে খোঁচা খেয়ে ছেড়ে কথা বলেননি রাজ। সৃজিতের বাণেই বিদ্ধ করেছেন তাঁকে। তাঁর পালটা খোঁচা, ‘হাবজি গাবজি বিতর্ক করে লাভ নেই। কাল ছবি কথা বলবে।’
এখানেই না থেমে সংবাদ মাধ্যমের কাছে সরাসরি সৃজিতের নাম নিয়ে আক্রমণ করেছেন রাজ। ছবি মুক্তির সময়ে সৃজিত নাকি বিতর্ক তৈরি করতে চাইছেন। এই প্রথম তাঁর কোনো ছবি নন্দনে মুক্তি পাচ্ছে, সেটাও চান না সৃজিত! ক্ষুব্ধ রাজ। পাশাপাশি তিনি আরো বলেন, অন্যান্য আরো কয়েকটি সিনেমা হলে জায়গা পায়নি সৃজিতের ছবি। কিন্তু ‘অপরাজিত’র মতো নন্দন নিয়েই জলঘোলা করতে চাইছেন সৃজিত।
অন্যদিকে সূত্রের খবর বলছে, নন্দন ১ এর জন্য রাজ সৃজিত দুজনেই আবেদন করলেও, X=প্রেম ছবিটি নন্দন ২ তে দেখানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি পরিচালক।