মডেলিং থেকে অভিনয়, নাচেও পটু ‘পিহু’! সৃজলার নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: একটি সিরিয়ালের দৌলতেই বাঙালি দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন সৃজলা গুহ (srijla guha)। বলা ভাল, সিরিয়াল শুরু হওয়ার আগেই জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল তাঁর। মডেলিং থেকে অভিনয়ে পদার্পণ তাঁর। আর প্রথম সিরিয়ালেই বাজিমাত। স্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালে পিহুর চরিত্রে অভিনয় করছেন তিনি।

মডেল হিসেবে যথেষ্ট নামী ছিলেন সৃজলা। সোশ‍্যাল মিডিয়ায় তাঁর ফ‍্যান ফলোয়িং দেখবার মতো। অ লক্ষের উপরে অনুগামী রয়েছে তাঁর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে। আগে যেমন মডেলিং ফটোশুটে ভরা থাকত তাঁর সোশ‍্যাল মিডিয়ার দেওয়াল, এখন তেমনি সিরিয়ালের মেকআপ রুম থেকে ছবি এবং রিল ভিডিও শেয়ার করেন তিনি।

IMG 20211121 191149
সম্প্রতি স্টার জলসার তরফে একটি নাচেও ভিডিও শেয়ার করা হয়েছে সৃজলার। তবে বলা ভাল এখানে তিনি সৃজলা নন, পিহু। চরিত্রের সাজে সেজেই হিন্দি গানের তালে চুটিয়ে নেচেছেন অভিনেত্রী। হলুদ শাড়ি পরে ‘আয়ি হো কাহাসে গোরি’ গানে নেচেছেন তিনি। কয়েক সেকেণ্ডের এই ভিডিও দেখেই স্পষ্ট নাচে যথেষ্ট পটু সৃজলা। প্রশংসার বন‍্যা বয়ে গিয়েছে কমেন্ট বক্সে।

IMG 20211121 191130
মডেলিং জগতে বেশ অনেক বছরই হয়ে গিয়েছে সৃজলার। তাঁর বাবা বাঙালি ও মা পারসি। বাংলা জানলেও সিরিয়ালে অভিনয় শুরুর আগে রীতিমতো বর্ণ পরিচয় পড়তে হয়েছিল সৃজলাকে। এখন বেশ ভালোই মানিয়ে গুছিয়ে নিয়েছেন তিনি। টিআরপি তালিকাতেও এক থেকে দশের মধ‍্যেই রয়েছে মন ফাগুন।

https://www.instagram.com/reel/CWgYBnDj0AN/?utm_medium=copy_link

সিরিয়ালে শন বন্দ‍্যোপাধ‍্যায়ের বিপরীতে অভিনয় করলেও ব‍্যক্তিগত জীবনে তিনি দীপু ওরফে রোহন ভট্টাচার্যের প্রেমিকা। দুজনের ছবি, ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। সম্পর্কটাকে প্রকাশ‍্যেই রেখেছেন দুজনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর