বিক্ষোভকারীদের আটকাতে সোজা গুলি চালানোর নির্দেশ, মারাত্মক সিদ্ধান্ত নিলো শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রক

বাংলাহান্ট ডেস্ক : স্বর্ণলঙ্কায় জ্বলছে মুদ্রাস্ফীতির আগুন। প্রবল অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ে দেশ জুড়ে অব্যাহত বিক্ষোভ আন্দোলন। এহেন পরিস্থিতিতে চলতি সপ্তাহেই ইস্তফা দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ। কিন্তু এই ইস্তফায় ফল মেলেনি কিছুই। শ্রীলঙ্কার অবস্থা এতটাই ভয়াবহ দিকে মোড় নিয়েছে যে মঙ্গলবার বিক্ষোভকারীদের দিকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক। যারাই সরকারি সম্পত্তি ভাঙচুর এবং নষ্ট করবে বা কারও কোনও ক্ষতি করবে তাদের উপরই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনা, নৌসেনা এবং সেনাবাহিনীকে।

দীর্ঘ মাসখানেক ধরে চলতে থাকা প্রবল বিক্ষোভের পর সোমবার ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও বিন্দুমাত্র কমেনি বিক্ষোভের আঁচ। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে ৮ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের জেরে আহত অন্তত ২৫ জন। এহেন পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দেশের সমস্ত রকম সেনাবাহিনীকেই বিক্ষোভকারীদের উপর প্রকাশ্যে গুলি চালানোর অনুমতি দিয়েছে প্রতরক্ষা দপ্তর।

স্বভাবতই প্রতিরক্ষা দপ্তরের এহেন সিদ্ধান্তে সমালোচনার ঝড় বিশ্বজুড়ে। যদিও এই সমালোচনার মুখে পড়ে শ্রীলঙ্কার সেনা প্রধান শবেন্দ্র সিলভার দাবি, এমন কোনও নির্দেশ দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। কোনও পরিস্থিতিতেই সেনা বাহিনী এমন পদক্ষেপ নেবে না। এদিকে এই গুলি চালানোর খবর চাউর হওয়ার পরও রাস্তা থেকে সরানো সম্ভব হয়নি বিক্ষোভকারীদের। বিগত কয়েকদিনে প্রায় হাফ ডজন নেতা, মন্ত্রী এবং সাংসদের বাড়িতে আগুন লাগিয়েছেন তাঁরা। সেনাবাহিনী সূত্রে খবর, চিহ্নিত করা হয়েছে এই অভিযুক্তদের।

ইতিমধ্যেই দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন ভিআইপি এবং ধনী ব্যক্তিরা৷ প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ এবং তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য ত্রিনকোমলির নৌঘাঁটিতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে আরও ভয়াবহ দিকেই যে এগোচ্ছে ছবির মতন সুন্দর ছোট্ট দেশটির পরিস্থিতি তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর