তিন পরীক্ষায় ৮৫০০ পদে বেআইনি নিয়োগ! দুর্নীতি প্রসঙ্গে এবার আদালতে মুখ খুলল SSC

বাংলাহান্ট ডেস্ক : এবার আদালতে নিয়োগ দুর্নীতির কথা স্বীকার করে নিল এসএসসি। তিনটি পরীক্ষায় সাড়ে আট হাজার পদে হয়েছে বেনিয়ম। আদালতে হলফনামা দিয়ে এসএসসি জানাল নবম থেকে দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় সাড়ে ৮ হাজার পদে নিয়োগে হয়েছে বেনিয়ম। নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা।

নিয়োগ দুর্নীতিতে  OMR শিটে কারচুপি থেকে পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাইয়ে দেওয়া, একাধিক অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীরা। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই একাধিকবার দাবি করেছে স্কুলে শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে হয়েছে ব্যাপক পরিমাণ বেনিয়ম। এবার স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে যে হলফনামা জমা দিল তাতে কার্যত স্বীকার করে নিল যে নিয়োগ ক্ষেত্রে হয়েছে দুর্নীতি।

আরও দেখুন: প্রতীক্ষার অবসান! শিক্ষক নিয়োগ ১৭২৯ শূন্যপদে, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আজ এসএসসি কর্তৃপক্ষ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে জানায়, নবম-দশম নিয়োগের ক্ষেত্রে উপরের দিকে র‍্যাঙ্ক করা প্রার্থীদের টোপকে বেনিয়মভাবে নিয়োগ করা হয়েছে 183 জনকে। এদের মধ্যে বরখাস্ত করা হয়েছে ১২২ জনকে। একাদশ-দ্বাদশে নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম ধরা পড়েছে ৩৯ জনের।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার কনফার্ম হয়ে যাবে বড়দিনে নর্থবেঙ্গলের টিকিট, স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

নবম-দশমে ৯৫২ জনের, একাদশ-দ্বাদশে ৯০৭ জনের ওএমআর শিট কারচুপির ঘটনার প্রমাণ পেয়েছে সিবিআই। এছাড়াও নিয়োগের ওএমআর শিট কারচুপির ঘটনা চিহ্নিত হয়েছে গ্রুপ সি পদে ৩ হাজার ৪৮০ জনের ও গ্রুপ ডি পদে ২ হাজার ৮২৩ জনের নিয়োগে। আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন, নিয়োগে দুর্নীতি হয়েছে তিন ভাবে।

kolkata highcourt

 

তার কথায়, প্রথমটি ক্রমতালিকার এদিক-ওদিক করে, দ্বিতীয়টি OMR শিট কারচুপি ও তৃতীয়টি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের মাধ্যমে। আদালতে কার্যত সেটাই স্বীকার করে নিয়েছে এসএসসি। এই জন্যই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ভুল হয়েছিল, এসএসসি সেটা শোধরানোর চেষ্টা করছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর