SSC-র রেজাল্টের পর ফের পরীক্ষা নিয়ে মামলা হাইকোর্টে, চাকরিপ্রার্থীদের ভাগ্য কি বদলাবে?

Published on:

Published on:

calcutta high court(62)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বহু বিতর্ক, টানাপোড়েনের পর নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। দীর্ঘ ৯ বছর পর মোটের উপর এসএসসির পরীক্ষার (SSC Exam) পর আশায় বুক বেঁধেছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে কমিশন। এরই মধ্যে নতুন করে মামলা দায়ের হল হাইকোর্টে (Calcutta High Court)।

এসএসসি নিয়ে ফের মামলা হাইকোর্টে | Calcutta High Court

গত ৭ নভেম্বরই এসএসসি পরীক্ষার ফলাফল সামনে আসে। এরই মধ্যে পরীক্ষার প্রশ্ন ছিল ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা একাংশ। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি মিলেছে।

মামলাকারীদের অভিযোগ, এসএসসির একাধিক বিষয়ের প্রশ্নে ভুল ছিল। অভিযোগ, এডুকেশন বিষয়ে দুটো প্রশ্ন, ইতিহাসের ক্ষেত্রে একটি প্রশ্ন ও ভূগোলের তিনটি প্রশ্ন ভুল ছিল। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম এই বিষয়ে জানিয়েছেন।

উল্লেখ্য, এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। এই চাকরির উপর নির্ভর করছে একাধিক হাজার হাজার চাকরিহারার ভাগ্য।

নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে প্রায় ২৬০০০ চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়ে যায়। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত।

SSC

আরও পড়ুন: শীতের মধ্যে কি ফের ঝেঁপে বৃষ্টি? কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

সুপ্রিম নির্দেশ মতো প্রক্রিয়া শুরু করে এসএসসি। যে হাজার হাজার শিক্ষকের চাকরি যায়, সেই শিক্ষকরাও এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাশাপাশি নতুন প্রার্থীরাও পরীক্ষায় বসেন। তাদের সকলের ভাগ্য নির্ভর করছে এই মামলার উপর।