বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার প্রকাশিত হয়ে গেল SSC CGL-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। এমনিতেই প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। সেখানেই কড়া টক্কর দিতে হয় তাঁদের। তবে, এবার কেন্দ্রীয় সরকারের প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের। গত ১৭ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই পরীক্ষার জন্য। আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা প্রার্থীদের সুবিধার্থে এই পরীক্ষার আবেদন পদ্ধতি সহ চাকরির বেতন কাঠামো এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরলাম।
মোট শূন্যপদের সংখ্যা: মূলত, SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্যাটাগরির পদে প্রায় ২০,০০০ জনকে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশটিতেই দেওয়া রয়েছে। তবে এই বিষয়ে সম্পূর্ণ তালিকা কমিশন পরে প্রকাশ করবে।
বেতনক্রম: যেহেতু এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেজন্য বেতনক্রমও আলাদা আলাদা থাকবে। সেগুলি হল:
পে লেভেল-৮ অর্থাৎ মাসিক বেতন ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।
পে লেভেল-৭ অর্থাৎ মাসিক বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
পে লেভেল-৬ অর্থাৎ মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
পে লেভেল-৫ অর্থাৎ মাসিক বেতন ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
পে লেভেল-৪ অর্থাৎ মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। এই পে লেভেলগুলির আওতায় যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে কমিশন।
আবেদন পদ্ধতি: এই পরীক্ষার ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ssc.nic.in-এ যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর অনলাইন মারফতই আবেদন করতে হবে প্রার্থীদের। মনে রাখতে হবে যে, আগামী ৮ অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। পাশাপাশি অফলাইন চালান জেনারেশন করা যাবে আগামী ৮ অক্টোবর, রাত ১১ টা পর্যন্ত। এছাড়াও, অনলাইনে টাকা জমা দেওয়ার সময়সীমা হল আগামী ৯ অক্টোবর, রাত ১১ টা।
অপরদিকে, অফলাইনে চালানের মাধ্যমে প্রার্থীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। এদিকে, অনলাইন পেমেন্ট-সহ অনলাইনে আবেদনপত্র সংশোধন করা যাবে আগামী ১২ অক্টোবর থেকে আগামী ১৩ অক্টোবর রাত ১১ টা পর্যন্ত।
কবে নাগাদ হবে পরীক্ষা: জানা গিয়েছে, প্রথম পর্যায়ের পরীক্ষাটি অর্থাৎ কম্পিউটার বেসড এগজামিনেশনটি সম্পন্ন হতে পারে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে। পাশাপাশি, দ্বিতীয় পর্যায়ের সম্ভাব্য পরীক্ষার সময় এখনও জানা যায়নি।