২৬-এর পর ২৯ ডিসেম্বরও হবে না! SSC নবম-দশমের নিয়োগ নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

school service commission(12)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষ হতে আর চারদিন। সম্প্রতি এসএসসি (SSC)-র নবম-দশম পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পুজোর আগে আগে শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ফলপ্রকাশও হয়েছে। তবে নবম-দশমের নিয়োগের জন্য তথ্য যাচাই কবে? এই প্রশ্ন উঠছে। এরই মধ্যে জানা গেল, এ বছর নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই হচ্ছে না। সূত্রের খবর এমনটাই।

নবম-দশমেও বাড়ছে অপেক্ষা | School Service Commission

প্রাথমিক ভাবে কমিশন সূত্রে জানানো হয়েছিল, ২৬ ডিসেম্বর তথ্য যাচাই করা হবে। পরে আবার তা পিছিয়ে ২৯ ডিসেম্বর করা হয়। তবে কমিশন সূত্রে খবর সোমবার তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নবম-দশমের তথ্য যাচাই শুরু হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম দশমের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ২৩ হাজার ২১২।

জানিয়ে রাখি,গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে আদালত বলেছিল ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে সম্প্রতি ৩১ ডিসেম্বর বদলের ২০২৬ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট তরফে।

SSC

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! একাধিক শূন্যপদে নিয়োগ এই ‘ব্যাঙ্কে’, আবেদন করুন আজই

৩১ ডিসেম্বরের মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, তাই সুপ্রিম কোর্টে (Supreme Court) আরও কিছুটা সময় চাওয়া হয়েছিল এসএসসি ও পর্ষদ তরফে। আবেদন ছিল, ৩১ অগাস্ট ২০২৬ অথবা নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্ভাব্য যোগ্যদের চাকরি মেয়াদ বাড়ানো হোক। সেই আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলত কমিশনের হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে।