‘…চাকরি হবে না’, শিক্ষক নিয়োগ নিয়ে এবার মুখ খুললেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে নেওয়া হয়েছিল পরীক্ষা। তারপর ২০১৬ সালে নিয়োগের বিজ্ঞপ্তিও বেরিয়েছিল। তারপর কেটে গিয়েছে বহু বছর। দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার পর অবশেষে প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। বুধবার উচ্চ প্রাথমিকের (Upper Primary Panel) প্যানেল প্রকাশ করেছে এসএসসি।

জানিয়ে রাখি, ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য ১৩ হাজার ৩৩৪ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১১টিরও বেশি বিষয়ের জন্য পৃথক পৃথক মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা এদিন প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

তবে তালিকা প্রকাশ্যে এলেও এখনও নিয়োগ নয়। এর জন্য দরকার আদালতের অনুমতির। আদালত ছাড়পত্র দিলে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য কাউন্সেলিং শুরু হবে। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন বিষয়টি এখনও বিচারাধীন। একাধিক মামলা চলছে।

আরও পড়ুন: ফের রাজ্যে ছুটির ঘোষণা! বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আনন্দে লাফাচ্ছেন মানুষজন

প্রসঙ্গত, গত ১৬ অগস্ট আদালত SSC কে উচ্চ প্রাথমিকের প্যানেল ও অপেক্ষমান তালিকা প্রকাশের অনুমতি দিয়েছে। এরপর এসএসসির চেয়ারম্যান জানালেন, ‘আগামী ৩০ তারিখ এই মামলার শুনানি রয়েছে। তারপর যদি পরবর্তী পদক্ষেপের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়ার বিষয়টি শুরু করব।’

ssc

চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, প্রতিটি বিষয়ের জন্য একটি করে প্যানেল অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত শূন্যপদের সংখ্যা ১৪ হাজারেরও উপরে ছিল। ওদিকে প্যানেলে নাম এসেছে ১৩ হাজার ৩৩৪ জনের। তবে এর মানে এই নয় যে সকলের চাকরি হবে বা প্যানেলের প্রত্যেকেই নিয়োগ হবেন।

আরও পড়ুন: এবার খোদ রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! শোরগোল রাজ্যে

SSC-র চেয়ারম্যান জানাচ্ছেন, কিছু জন অবশ্যই চাকরি পাবেন না। তবে কিছু কিছু বিষয়ে আবার সবাই চাকরি পেয়ে যাবেন। বিষয়টি খোলসা করে চেয়ারম্যান বলেন, “একাধিক ক্যাটেগরির প্যানেল থাকে। অনেকক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট ক্যাটেগরিতে যতগুলি শূন্যপদ রয়েছে, তার থেকে অধিক নাম প্যানেলে রয়েছে। আবার দেখা যায় এমনও ক্যাটেগরি থাকে যেখানে একটিও নাম থাকে না প্যানেলে। সেক্ষেত্রে সেই ক্যাটেগরির শূন্যপদগুলি আবার ফাঁকাই থেকে যায়।”

সিদ্ধার্থবাবুর কথায়, ঘোষিত শূন্যপদের থেকে প্যানেলের তালিকা কম হাওয়া মানে এই নয় যে প্যানেলভুক্ত প্রত্যেকেই নিয়োগ পেয়ে যাবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর