জিতে গেল কমিশন! চাকরিপ্রার্থীদের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের ভুরি ভুরি আপত্তি! তবে সেসব গ্রাহ্যই করল না কলকাতা হাইকোর্ট। কমিশনের বিজ্ঞপ্তিতে একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) দ্বারস্থ হয়েছিলেন ২০১৬ সালের ওয়েটিং লিস্ট–ভুক্ত প্রার্থীরা। সেই মামলাতেই চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে এসএসসি (SSC) পরীক্ষা।

স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে’র বিজ্ঞপ্তিকেই মান্যতা | Calcutta High court

গতকাল এই নিয়ে দিনভর শুনানি চলে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে–র ডিভিশন বেঞ্চে। মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট। বুধবার সেই মামলার রায়দান করা হল। হাইকোর্ট সাফ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে’র বিজ্ঞপ্তিই জারি থাকছে।

এই মামলায় মামলাকারীদের মূলত অভিযোগ ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২০১৬ সালের বিধি মেনে নিয়োগ না করে ২০২৫ সালে নতুন বিধি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল। তাদের দাবি ছিল, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের বিধি মেনে নতুন করে নিয়োগের নির্দেশ দিলেও রাজ্য এ বছরের মোট শূন্যপদ এক সঙ্গে করে নিয়োগ করতে চাইছে।

পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে আগের নম্বরের বিন্যাস–বিভাজন বদলে আগে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে এ বারে। পাশাপাশি আগের বারে ৪৫ নম্বর পেলে পাশের নিয়ম বদল এনে রাজ্য এ বার ৫০ নম্বর করেছে বলে আদালতে জানানো হয়। তবে সেই সমস্ত কোনো বিষয়েই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

SSC Form Portal Open Before calcutta high Court order

আরও পড়ুন: কৃষকদের সুবিধার্থে বড় পদক্ষেপ কেন্দ্রের! মোদী ক্যাবিনেট মঞ্জুর করল বিশেষ স্কিম, কীভাবে মিলবে লাভ?

ফলত স্কুল সার্ভিস কমিশনের জারি করা ৩০ মে’র বিজ্ঞপ্তিই বহাল থাকছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে আর কোনও বাধা থাকল না কমিশনের। তবে SSC-র নয়া নিয়োগ (SSC Recruitment Case) প্রক্রিয়ায় কোনোভাবেই টেন্টেড বা দাগি বলে চিহ্নিতরা মূলত চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না বলে আগেই স্পষ্ট করেছে হাইকোর্ট।