বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে মান্যতা পেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ই! এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Corruption case) মোট ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, সুপার নিউমারারি পদ বেআইনিভাবে গড়া হয়েছে।
‘মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিৎ নয়’। এসএসসি মামলার রায়ে স্পষ্ট করে জানাল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চাকরপ্রার্থী সোমা দাসকে যে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছিল তাতে মান্যতা দিয়েছে হাইকোর্ট। এদিন এসএসসি মামলায় ২০১৬ সালের প্যানেলের সকলের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট।
জানিয়ে রাখি, যারা মেয়াদ উত্তীর্ণ পদে চাকরি পেয়েছেন আগামী ৬ সপ্তাহের মধ্যে ১২% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্যানেল বাতিলের পর এসএসসি এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সমস্ত তথ্য যাচাই, উদ্ধার হওয়া ওএমআর শিটের কপি দেখে নতুন প্রকাশিত প্যানেলে যাদের যাদের নাম থাকবে তারা ফের পাবেন চাকরি। যাদের নাম থাকবে না তারা চাকরি পাবেন না।
আদালতের নির্দেশ, এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। CBI তদন্ত করবে। যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বেআইনিভাবে সুপার নিউমারারি পোস্ট করে চাকরি পাওয়াদের হেফাজতে নিতে পারবে সিবিআই।’
প্রসঙ্গত, এর আগে এই মামলার শুনানি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। প্রাক্তন জাস্টিসের দেওয়া বিভিন্ন রায় নিয়ে রাজ্য সরকার তরফে আপত্তি জানানো হয়েছে। পরে ঘটনাচক্রে বিচারপতির এজলাস থেকে মামলা সরানো হয়। এরপর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনও এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন: এবার ওপেনহাইমারের সাথে মিলে গেলেন রবি ঠাকুর! UPSC টপারের মক টেস্ট সামনে আসতেই শোরগোল
এরপর থেকেই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছিল। সুপ্রিম কোর্ট ছয় মাসের মধ্যে বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে মামলাগুলির শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে। অবশেষে লোকসভা ভোটের মাঝে আজ সেই সমস্ত মামলার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট।