বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগের পরীক্ষার পর শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে তৎপর এসএসসি (SSC Recruitment)। আবেদনগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই। কমিশন সূত্রে খবর, গ্রুপ সি ও গ্রুপ ডি (Group C, Group D) পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে৷ এর মধ্যে গ্রুপ সি পদের জন্যই আবেদন বেশি।
নিয়োগের পরীক্ষা নিয়ে কি বলছে কমিশন? SSC Recruitment
শনিবার রাতে শেষ হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদনের সময়সীমা। আবেদন তো হল, পরীক্ষা কবে? কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা। দুটি পদের ক্ষেত্রে পৃথক পৃথক লিখিত পরীক্ষা নেবে কমিশন।
যেহেতু পরীক্ষার্থীর সংখ্যাটা অনেকটাই বেশি তাই সুষ্ঠভাবে পরীক্ষা নিতে একসঙ্গে প্রচুর পরিমাণ পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন রয়েছে। তাই হাতে সময় নিয়েই পরীক্ষা নিতে চায় এসএসসি। উল্লেখ্য, শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। শূন্যপদ বৃদ্ধির দাবিতে সরব হয়েছে চাকরিপ্রার্থীরা।
প্রসঙ্গত, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদনের সময়সীমা প্রথমে ছিল ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর তা বাড়ানো হয় ৮ ডিসেম্বর পর্যন্ত৷ প্রযুক্তিগত কারণেই সময়সীমা বাড়িয়ে ১২ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত করেছিল স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন: রাতারাতি এক ধাক্কায় কমে গেল রুপোর দাম, সোনা কত হল? আজকের রেট
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র চাকরিহারাদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। শিক্ষকদের পাশাপাশি চাকরি হারান শিক্ষাকর্মীরাও। আগেই ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করেছে কমিশন। প্রসঙ্গত, আদালত স্পষ্ট জানিয়েছিল এই পরীক্ষায় চিহ্নিত ‘অযোগ্য’রা কোনও ভাবেই বসতে পারবে না।












