বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মীরা। একের পর এক শুনানি পর্বের শেষে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসির (SSC Recruitment Scam) ২০১৬ সালের গোটা প্যানেল। যদিও অনেক আগেই এই ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বিচারপতি থাকাকালীন তিনি প্রথম এই নির্দেশ দিয়েছিলেন।
পরামর্শ নিতে অভিজিৎ গাঙ্গুলির দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা (SSC Recruitment Scam)
উচ্চ-আদালতের সেই নির্দেশ বহাল রেখেই ২৫,৭৫২ জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন যোগ্য চাকরিহারাদের। আজ তাঁর সাথেই দেখা দেখা করে চাকরি ফিরে পাওয়ার ব্যাপারে পরামর্শ চাইতে যাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল।
আরও পড়ুন: স্কুলের বড় দিদিরাই এখন দিদিমণি! শিক্ষকের অভাব পূরণ করতে অভিনব উদ্যোগ
জানা যাচ্ছে, আজ ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) প্যানেল ভুক্ত চাকরিহারা শিক্ষক অনিরুদ্ধ ভট্টাচার্য,সুমন বিশ্বাস,ইন্দ্রজিৎ মন্ডল, ভাস্কর ঘোষ সহ দশজনের একটি প্রতিনিধি দল দেখা করবেন এই প্রাক্তন বিচারপতির সাথে। গত সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ৩ এপ্রিল যখন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে চাকরি হারিয়েছিলেন রাজ্যের হাজার হাজার শিক্ষক-শিক্ষিকারা তখন তাঁদের পাশে দাঁড়িয়ে মুখ খুলে ছিলেন প্রাক্তন বিচারপতি।
সবাইকে আশ্বস্ত করতে সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বিশেষ কমিটিও তৈরীর আবেদন করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তেই যেন দিদি একটি কমিটি গঠন করেন। আমি যতদূর জানি বা বুঝেছি, যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা ভালো করে পড়াশোনা করে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্ন যাব না। এই যে ছেলেমেয়েগুলোর উপর আজ বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদের উদ্ধার করতেই হবে।’