বাংলা হান্ট ডেস্কঃ গত সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার রেশ কাটতে না কাটতেই এসএসসি চেয়ারম্যান সহ চারজনকে আদালত অবমাননার অভিযোগে নোটিশ দেওয়া হল।
এসএসসি চেয়ারম্যান সহ কারা নোটিশ পেলেন (SSC Recruitment Scam)?
এসএসসি মামলায় সুপ্রিম-রায় নিয়ে মন্তব্যের জেরে মমতাকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী নিজের মন্তব্যের জন্য যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
এদিকে মমতার বার্তার পর চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের একাংশের স্কুলে যাওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই মর্মে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ও শিক্ষা দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এবার এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ মোট চারজনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হল।
আরও পড়ুনঃ আক্রান্ত চড়ক সন্ন্যাসী! এবার শিলিগুড়িতে সাম্প্রদায়িক হিংসা! টহল দিচ্ছে পুলিশ, RAF
জানা যাচ্ছে, আদালত অবমাননার অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে, স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি বিনোদ কুমার, স্কুল শিক্ষা দফতরের কমিশনার অরূপ সেনগুপ্ত, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে।
এসএসসি মামলার (SSC Scam) মূল মামলাকারী ববিতা সরকার, লক্ষ্মী তুঙ্গা, নাসরিন খাতুন, আব্দুল গনি আনসারিরা এই আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁদের হয়ে আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস এই নোটিশ পাঠিয়েছেন বলে খবর।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। সম্প্রতি এই মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। কারা যোগ্য আর কারা অযোগ্য, আলাদা করা সম্ভব না হওয়ায় ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে।