বাতিল ২৬,০০০ চাকরি! SSC মামলায় ১২% সুদ সহ ৯ বছরের বেতন ফেরাতে হবে কাদের? জানাল সুপ্রিম কোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যার জেরে একধাক্কায় চাকরি হারান ২৫,৭৫৩ জন। পরবর্তীতে জল গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। বৃহস্পতিবার সেই মামলায় রায়দান করল শীর্ষ আদালত। ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার ফলে চাকরিহারা হয়ে পড়লেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী।

সকাল ১০:৩০ নাগাদ রায়দান করেছে আদালত (SSC Recruitment Scam)!

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনও কারণ দেখছি না। শেষ অবধি উচ্চ আদালতের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। প্যানেল বাতিলের পাশাপাশি এসেছে অন্য একগুচ্ছ নির্দেশও।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরি হারানো প্রায় ২৫,৩০০ জন রাজ্য সরকারের অন্যান্য দফতরে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের এজ রিল্যাকসেশন দেওয়া হবে। এছাড়া যে সকল চাকরিজীবীরা (SSC Recruitment Scam) নিজেদের আগের চাকরি ছেড়ে এই চাকরিতে ঢুকেছিলেন, তাঁরা নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আর্জি জানাতে পারবেন। আগামী ৩ মাসের মধ্যে ওই চাকরিজীবীদের তাঁদের আগের কাজে ফেরত পাঠাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ SSC মামলায় শুধুমাত্র একজনের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট? কে সে? আসল পরিচয় জানলে অবাক হবেন

এদিন সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরিহারা হয়েছেন ১৮ জন দৃষ্টিহীন চাকরিজীবীও। মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, ‘শুধুমাত্র ইনসার্ভিস শিক্ষকেরা স্বস্তি পেয়েছেন। চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের বেতন ফেরত দিতে হবে। সেটাও আবার ১২% সুদ সহ’।

Supreme Court SSC recruitment scam

কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায়ের কপি ও নানান নথি অনুযায়ী, অনিয়মের চাকরি হয়েছে ৮৩২৪ জনের। এর মধ্যে ৪৩২৭ জন ওএমআর কারচুপি এবং র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন। ২৮২৩ জন এসএসসির (SSC Recruitment Scam) সুপারিশ ছাড়া চাকরি পান এবং ১১৭৪ জনের প্যানেলের মেয়াদ শেষে চাকরি হয়। এদের প্রত্যেককে বেতন ফেরত দিতে হতে পারে বলে খবর। তবে শীর্ষ আদালতের রায়ের কপি দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এছাড়া এত বছর ধরে যারা এতদিন চাকরি করেছেন, মাইনে পেয়েছেন, তাঁদের এতদিনের বেতন ফেরত করতে হবে না বলে খবর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X