বাংলা হান্ট ডেস্ক: এসএসসি (SSC Scam) ইস্যুতে জট খুলল অবশেষে। রাজ্য সরকারের পক্ষ থেকে দায়ের করা রিভিউ পিটিশনও খারিজ করে দিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিল, এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। সুপ্রিম রায় সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। সামনে আসছে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে ১২% সুদসহ টাকা ফেরত প্রসঙ্গও।
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের | SSC Scam
সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, ‘অযোগ্য’ বা ‘দাগী’ (টেন্টেড) প্রার্থীদের চাকরি বাতিলের পাশাপাশি এতদিন পাওয়া বেতনও ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতির মাধ্যমে যেহেতু তারা নিয়োগ পেয়েছেন, যা একপ্রকার প্রতারণা। তাই বেতন রাখার অধিকারও তাঁদের নেই।
স্কুল সার্ভিস কমিশনের মামলায় ২৬০০০ জনের চাকরি গিয়েছিল। অযোগ্য তথা দাগীদের চাকরি যাওয়ার পাশাপাশি সুপ্রিম নির্দেশ ছিল, তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। জানা যাচ্ছে এই রকম প্রার্থীর সংখ্যা আনুমানিক ৭ হাজার।
কাদের সুদ সহ বেতন ফেরাতে হবে?
সাদা খাতা জমা দিয়ে অর্থাৎ ফাঁকা উত্তরপত্র বা ওএমআর শিট জমা দিয়েই যারা চাকরি পেয়েছিলেন অর্থাৎ ওএমআর শিটে জালিয়াতি করে যাঁরা চাকরি পেয়েছিলেন
প্যানেলের বাইরে থেকে নিয়োগ যাদের হয়েছিল, সরকারি তালিকায় নাম না থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পেয়েছিলেন।
নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেই তালিকা থেকে নিয়োগ অর্থাৎ মেয়াদোত্তীর্ণ প্যানেল ব্যবহার করে নিয়োগ হয়েছিল যাঁদের এদের সকলকে ১২% সুদসহ টাকা ফেরত দিতে হবে।

কাদের কত টাকা ফেরাতে হবে?
তথ্য বলছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজননের স্টার্টিং স্যালারি ৪০ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি। যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে। এর উপর ১২% সুদ বসালে প্রায় ২৭ লক্ষ টাকার আশেপাশে ফেরত দিতে হবে।
একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি ৪৪ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৬ লক্ষের কাছাকাছি। সেই হিসেব মত ১২% সুদ সহ তাদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরাতে হবে। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬-২৭ হাজার টাকা। স্টার্টিং স্যালারি ধরে হিসেব কষলে ২০২৪ অবধি ১৬ লক্ষর টাকার আশেপাশে হবে। এখন তাদের ফেরাতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা।
আরও পড়ুন: ‘চিফ জাস্টিসকে জানাবো’, মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর মামলা থেকে বিচারপতি বসুকে সরার জন্য চাপ!
ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন ১৯ হাজার টাকার কাছাকাছি। এই ধরে এগোলে ২০২৪ অবধি তা ১১ লক্ষের মতো হয়। সুদ সহ তাদের প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ফেরত দিতে হবে।













