বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির অভিযোগে (SSC Scam) জেরবার রাজ্য। শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির জেরে বাতিল হয়েছে প্রায় ২৬০০০ চাকরি। আদালতের নির্দেশে আপাতত যোগ্য বা দাগি নন এমন শিক্ষকরা স্কুলে যোগ দিতে পারলেও স্বস্তি ফেরেনি শিক্ষাকর্মীদের। এই পরিস্থিতিতে তাঁদের কথা মাথায় রেখে ক্ষোভ প্রশমনে ভাতার ঘোষণা করেছে রাজ্য। তবে ভাতা পেলেও স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।
বড় সিদ্ধান্ত চাকরিহারাদের | SSC Scam
শনিবার চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata banerjee)। গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা। তবে মাসিক ভাতার কথা ঘোষণা করা হলেও এখনই অনশন-আন্দোলন থেকে সরছেন না চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা। এদিকে স্কুলে যেতেও নারাজ তারা।
চাকরিহারা শিক্ষাকর্মীরা মনে করছেন, যদি তারা সুপ্রিম কোর্টের রায়ের পরও স্কুলে যান তাহলে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হবে। ফলে ফলত ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেও স্কুলে আপাতত শূন্যস্থান মিটছে না।
প্রসঙ্গত, চলতি মাসে এক ধাক্কায় ২৬০০০ চাকরি বাতিল হতে স্কুলে স্কুলে বিরাট সংকট দেখা দিয়েছে। শিক্ষাকর্মীদের অভাব দরজা খোলা, ঘণ্টা বাজানোরও লোক নেই। অনেক স্কুলেই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সেই কাজ করতে হচ্ছে। পড়ুয়াদের সরকারি একাধিক প্রকল্পের কাজও রীতিমতো বন্ধ হয়ে রয়েছে। রাজ্য তরফে ভাতার ব্যবস্থা করা হলেও সেই সমস্যার সুরাহা হল না।
এদিকে, টানা অনশন-আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা। পূর্বে মধ্যশিক্ষা দফতরের ভিতর আটজন শিক্ষাকর্মী অনশন শুরু করেছিলেন। পরে তাঁদের মধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের দাবি, শিক্ষকের মতো তাঁদেরও যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করা হোক। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকেনির্জলা অনশন আর নয়।
ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk
বর্তমানে সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের ভিতরে টানা অনশনে রয়েছেন চারজন চাকরিহারা শিক্ষাকর্মী। বাইরেও চলছে অবস্থান। তাঁদের মোদ্দা কথা অযোগ্যদের তালিকা প্রকাশ। যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষন অনশন চলবে। সবমিলিয়ে কবে এই ঘটনার জট খুলবে তা কারোরই জানা নেই। পাশাপাশি ভাতার টাকা কোন উপয়ে শিক্ষাকর্মীদের কাছে পৌঁছবে সেই নিয়েও স্পষ্ট কোনো নির্দেশ আসেনি।
এদিকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসলে একপ্রকার আদালত অবমাননাই। এটা আদালতেররায়কে চ্যালেঞ্জ করা। শিক্ষাকর্মীদের একাংশের কথায়, কোনোভাবেই স্কুলে যাওয়া সম্ভব নয়, কারণ তা করলে আদালত অবমাননা হবে।
আরও পড়ুন: ঝোড়ো সওয়াল বিকাশের, পাল্টা দিল SSC! অযোগ্যদের বেতন ফেরত মামলায় বিরাট মোড় হাইকোর্টে
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র আবার বলেন, ‘রাজ্য সরকার এই ভাতার মাধ্যমে চাকরিহারা শিক্ষাকর্মীদেরই ফের একবার বিপদে ফেললেন। তার চেয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই সমস্যার তাড়াতাড়ি সুরাহা করলে ভালো হতো।’