বাংলা হান্ট ডেস্কঃ বহু বিতর্ক, টালবাহানার শেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে গতমাসে। দীর্ঘ ৯ বছর পর নির্বিঘ্নেই মিটেছে এসএসসির পরীক্ষা (SSC Exam)। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। পরীক্ষা তো হয়েছে, তবে নিয়োগ কবে? এসএসসির ফল প্রকাশ কবে হচ্ছে?
এসএসসি-র নিয়োগ পরীক্ষার ফলাফল কবে? SSC Exam
কমিশন সূত্রে খবর, চলতি মাসেই হতে পারে ফলপ্রকাশ। নির্দিষ্ট ভাবে বলতে গেলে, অক্টোবরের শেষ দিকে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। অক্টোবরে ফলপ্রকাশ হলে নভেম্বরে শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে।
এর আগে এসএসসির পরীক্ষাশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘‘সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।’’ পুজোর পরেই ফল প্রকাশ হবে। নভেম্বর মাসে ইন্টারভিউ প্যানেল প্রকাশ হবে বলে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ট্রাম্পের সব চেষ্টা হল ব্যর্থ! রাশিয়া থেকে দৈনিক বিপুল তেল কিনছে ভারত, চমকে দেবে পরিসংখ্যান
প্রসঙ্গত, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গোটা নিয়োগপ্রক্রিয়া শেষ করার জন্য ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই টাইট ডেডলাইন মেনেই এগোচ্ছে এসএসসি।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনই বড়সড় ধাক্কা! আজ কত হল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম? জানলে চমকে উঠবেন
উল্লেখ্য, এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা দিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন।