SSC: সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, কমিশনের রিভিউ গ্রহণ হয়েছে? চাকরিহারাদের জন্য বড় আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জেরে চাকরি হারিয়ে রাজপথে চাকরিহারা শিক্ষকরা। এপ্রিল মাসে চাকরি বাতিল হওয়ার পর থেকেই আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ (SSC Teachers Protest)। এখনও আন্দোলন চলছে। জট কাটেনি। এরই মধ্যে সোমবার তাঁদের দাবি মতো বিকাশভবনে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের নির্যাস কী? রিভিউ পিটিশন নিয়ে কী আপডেট? জানালেন চাকরিহারারা।

চাকরিহারাদের তরফে জানানো হয়, বৈঠকে তাঁদের দাবি ছিল, নোটিফিকেশন না দিয়ে দায়িত্ব নিয়ে, যাতে কোনওভাবে পরীক্ষা না হয়ে, তাঁদের চাকরিতে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থাটা করুক সরকার। চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বলেন, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশভবনে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসা হয়। বিকাশভবনে শিক্ষা দফতরের মুখ্যসচিব বিনোদ কুমার ও সেক্রেটারি শুভ্র চক্রবর্তীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি জানান, রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। রিভিউ করার বিষয়ে সরকার এবং এসএসসি যে ড্রাফ্ট তৈরি করেছে, সেটা যথার্থ এবং স্ট্রংলি যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেটা শক্তভাবে উপস্থাপন করেছেন। সেই খসড়া ভাল হয়েছে বলে জানান তাঁরা।

ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf

তবে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক চলার পরও কোনও সমাধানসূত্র বেরোয়নি। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক হাবিবুল্লা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা প্রথমেই আশাহত। কারণ, আমাদের প্রশ্নের উত্তর একমাত্র শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীই দিতে পারেন। শিক্ষাসচিব যেটুকু জানতেন, সেটুকুরই উত্তর দিয়েছেন।”

আরও পড়ুন: ‘আমার মক্কেল অস্ত্র পাচারকারী’! আদালতে সত্যি জানিয়ে বড় ‘তথ্য’ সামনে আনলেন অভিযুক্তেরই আইনজীবী

শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছেন চাকরিহারারা। পাশাপাশি নিজেদের আন্দোলন দিল্লীমুখী করার কথাও স্পষ্ট করেছেন তাঁরা। এদিকে প্রায় একমাস হতে চলল এখনও পর্যন্ত রিভিউ গ্রহণ করা হয়নি আদালতে। সরকারের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন চাকরিহারারা। জানা গিয়েছে রাজ্য সরকারের যে রিভিউ ফাইল সেটা ডিফেক্ট ক্লিয়ার হলেও কমিশনেরটা হয়নি। এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে রিভিউ ফাইল গ্রহণ করার বিষয়টা থাকবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X