বাংলা হান্ট ডেস্কঃ এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ১৫ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাস্থ্যভবন এমএসভিপিকে রিপোর্ট তলব করেছে। জানা গেছে, বুধবার পরিবারের সঙ্গে নাবালিকা হাসপাতালে এসেছিল। অভিযোগ, হাসপাতালে অস্থায়ী কর্মী অমিত মল্লিক তাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। ঘটনা নজরে আসার পরেই এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন। ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের হয়েছে।
প্রশ্নের মুখে হাসপাতালের (SSKM Hospital) নিরাপত্তা
সূত্রের খবর, অভিযুক্ত অমিত মল্লিক বর্তমানে এনআরএসের অস্থায়ী কর্মী। তিনি আগে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) কাজ করতেন এবং কার্ডিওলজি বিভাগেও দেখা গেছে। হাসপাতালের একাংশের দাবি, তিনি দালালি করতেন এবং নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিয়ে নাবালিকাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যান। এই অভিযোগ সামনে আসায় হাসপাতালের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ বিভাগের অন্দরমহলের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্পূর্ণ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে স্বাস্থ্যদপ্তর এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছেন। জানা গেছে, স্বাস্থ্যসচিব নিজে বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখবেন। হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ার বিভাগে কীভাবে একজন প্রাক্তন কর্মী নিয়মিত যাতায়াত করতে পারলেন এবং এমন ঘটনা ঘটল, তা রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনে কাদের নাম বাদ যাবে? কী কী নথি লাগবে SIR-এ? সব তথ্য জানুন
এসএসকেএমের (SSKM Hospital) অভ্যন্তরে এমন ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রশাসন উদ্বিগ্ন। অভিযুক্তের পরিচয়, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে গ্রেপ্তারের পর পকসো আইনের অধীনে তদন্ত চলছে।













