চন্দ্রবাবু নায়ডুর রোড শোয়ে ভয়ানক দুর্ঘটনা! পদপৃষ্ট হয়ে মৃত ৮, আহত বহু

বাংলা হান্ট ডেস্কঃ এক মর্মান্তিক দুর্ঘটনায় সাক্ষী রইল গোটা অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। বুধবার রাতে তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) ‘রোড শো’ (Road Show) চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হল। গুরুতর আহত আরও বহু। শোকের ছায়া গোটা রাজ্যে।

জানা গেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রোডশো কে ঘিরে জনতার ঢল নেমেছিল নেলোর জেলার কান্দুকুরে। সেখানেই সৃষ্টি হয় হুড়োহুড়ি। এরপর হঠাৎই সেই বিশৃঙ্খলা রূপ নেয় মৃত্যুর। প্রাণ হারালেন ৮ জন সাধারণ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন মহিলা আছেন। রোডশো চলাকালীন মাঝপথে একটি ড্রেনেজ খালের পাশে, চন্দ্রবাবু তাঁর কনভয় থামিয়ে ভাষণ দিতে শুরু করেছিলেন। সেই সময়ই শুরু হয় হুরুহুড়ি। ঘটে দুর্ঘটনা। মর্মান্তিক ঘটনার পর অবিলম্বে নিজের সভা বাতিল করেন চন্দ্রবাবু নাইডু।

নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিঁনি। পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় দলীয় নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি। টিডিপি দলের পক্ষ থেকে, দল আহত কর্মীদের পাশে দাঁড়িয়েছে। হতাহতদের সন্তানদের এনটিআর ট্রাস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

road show

ঘটনা প্রসঙ্গে, টিডিপি জাতীয় সাধারণ সম্পাদক নারা লোকেশ জানিয়েছেন, “আমাদের পরিবারের সদস্য এই টিডিপি কর্মীদের মৃত্যু দলের জন্য বড় ক্ষতি। তাঁদের পরিবারের প্রতি আমি আমার গভীর সমবেদনা ব্যক্ত করছি। আহতদের উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর