বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তুলতে না পারলে পর্দায় টিকে থাকা দায় হয়ে দাঁড়াবে যেকোনো সিরিয়ালের (Serial) কাছে। উপরন্তু বর্তমানে যে হারে প্রতিযোগিতা বাড়ছে তাতে টিআরপি নিয়ে টানাটানিও চলছে পাল্লা দিয়ে। বিশেষ করে নম্বরের দিক দিয়ে বেশ পিছিয়ে রয়েছে স্টার জলসা। কারণ প্রাইম টাইমের একাধিক সিরিয়াল (Serial) স্লটহারা হয়ে রয়েছে এই চ্যানেলের।
বড় বদল আসছে সিরিয়ালে (Serial)
সন্ধ্যা সাতটা থেকে একের পর এক সিরিয়াল (Serial) টিআরপিতে পিছিয়ে পড়ছে। তাই নতুন টুইস্ট এনে কিংবা গল্পে বদল এনে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন নির্মাতারা। স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ সিরিয়ালে (Serial) এবার আসতে চলেছে বড়সড় বদল। টিআরপি তুলতে ট্র্যাক ঘুরিয়ে দিতে চলেছেন নির্মাতারা।
কী চলছে সিরিয়ালে: সদ্য সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে রোমিত ফেল করার পর বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বাড়ির সকলে ভেঙে পড়লে শুভলক্ষ্মী তাদের বোঝায়। কিন্তু সেবন্তী সকলকে শুভর পক্ষে চলে যেতে দেখে রেগে আগুন হয়ে যায়। এমনকি শুভকে মারতেও যায় সে। তবে শাশুড়ির হাত ধরে ফেলে সে। এদিকে এরপরেই বড় চমক আসে পর্বে।
আরো পড়ুন : ১০ লক্ষের উপরে অর্থ, সোনার গয়না! কী কী পেলেন সারেগামাপা চ্যাম্পিয়ন অতনু-দেয়াশিনী?
টিআরপিতে কী প্রভাব পড়বে: আদৃতের সঙ্গে কথা বলতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শুভলক্ষ্মী (Serial)। ঠাকুমার কাছে ওষুধ চাইতে গিয়েই চমকে ওঠে আদৃত। শুভলক্ষ্মী হঠাৎই তার গলা জড়িয়ে ধরে বলে ওঠে, সে বাবা হতে চলেছে। অর্থাৎ এবার বড়সড় টুইস্ট আসতে চলেছে গৃহপ্রবেশে (Serial)।
আরো পড়ুন : নিন্দুকদের মুখে ছাই দিয়ে হইহই করে ৩ বছর! গল্প এগোতেই নতুন হিরোর “ধামাকা” এন্ট্রি জলসার মেগায়
প্রসঙ্গত, কোন গোপনে মন ভেসেছের থেকে সবসময় পিছিয়েই থাকে গৃহপ্রবেশ। একবারের জন্যও স্লট লিডার হতে দেখা যায়নি এই সিরিয়ালটিকে। এমতাবস্থায় টিআরপি বাড়ানোর জন্য প্রায়ই টুইস্ট নিয়ে আসছেন নির্মাতারা। তবে গল্পের ট্র্যাক বদলের পর টিআরপিতে কোনো প্রভাব পড়বে কিনা তা জানা যাবে পরের সপ্তাহে।