পর্ণা-কথা অতীত! স্লট বদলাতেই ওলটপালট সব! নতুন বেঙ্গল টপারের নাম দেখলে মাথা ঘুরে যাবে!

বাংলা হান্ট ডেস্কঃ চ্যানেলের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে বাংলা সিরিয়ালের (TRP-Bengali Serial) দর্শকদের একাংশ বেশ রুষ্ট। রেটিং ভালো থাকা সত্ত্বেও পছন্দের ধারাবাহিকের স্লট বদল হওয়াটা অনেকেই মেনে নিতে পারছেন না। কয়েকদিন আগেই যেমন রাত ৮টার স্লট থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘নিম ফুলের মধু’কে। এই নিয়ে সমাজমাধ্যমে চলছে প্রতিবাদ। এই আবহে চলে এল হাতেগরম টিআরপি তালিকা।

  • স্লট বদল হতেই টিআরপি (TRP-Bengali Serial) তালিকায় ওলটপালট!

এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় দেখা যাচ্ছে, প্রথম পাঁচে জি বাংলার (Zee Bangla) আধিক্য। ৭.৭ রেটিং সহযোগে বেঙ্গল টপার হয়েছে ‘ফুলকি’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’র নাম। মাঝখানে টিআরপির দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও ফের ওপরের দিকে উঠে আসছে দাবাং জ্যাস। ৬.৭ পয়েন্ট নিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসা ‘গীতা এলএলবি’।

এদিকে রাত ৮টার স্লট থেকে সরিয়ে নেওয়া হলেও টিআরপি লিস্টে প্রথম পাঁচে নিজের স্থান ধরে রেখেছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সৃজন-পর্ণার মেগার পয়েন্ট ৬.৬। জলসার ‘কথা’র সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করেছে জি বাংলার এই সিরিয়াল (Bengali Serial)। পঞ্চম স্থানে ফের রয়েছে জি বাংলার আরও একটি মেগার নাম। ৬.৪ রেটিং নিয়ে এই স্থান দখল করেছে অনিকেত-শ্যামলীর ‘কোন গোপনে মন ভেসেছে’।

আরও পড়ুনঃ কলকাতা পুরসভায় সাপের হানা! পরপর ২ দিন যা হল … আতঙ্কের পরিবেশ কর্মীদের মধ্যে!

  • টিআরপি তালিকায় সেরা ১০ বাংলা ধারাবাহিক

প্রথম- ফুলকি (৭.৭)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)

তৃতীয়- গীতা এলএলবি (৬.৭)

চতুর্থ- কথা/ নিম ফুলের মধু (৬.৬)

পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৬.৪)

ষষ্ঠ- উড়ান (৬.১)

সপ্তম- আনন্দী/ রোশনাই (৫.৮)

অষ্টম- শুভ বিবাহ (৫.৭)

নবম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল/ তেঁতুলপাতা (৫.২)

দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)

TRP-Bengali serial

জি বাংলার পর্দায় শীঘ্রই একটি নতুন সিরিয়াল (TRP-Bengali Serial) শুরু হতে চলেছে। ‘মিঠাই’য়ের উচ্ছেবাবু অভিনেতা আদৃত রায় আবারও ছোটপর্দায় ফিরছেন। শোনা যাচ্ছে, তাঁর কামব্যাক সিরিয়ালকে স্থান করে দিতে শেষ হয়ে যাবে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। এই সপ্তাহের টিআরপি তালিকায় দশম স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর