কেন স্টারলিঙ্ক ভারতে পরিষেবা দিতে ব্যর্থ?প্রকাশ্যে এল কারণ, বাদ সেধেছে এই কোম্পানির ইতিহাস

বাংলাহান্ট ডেস্ক : অনেকদিন ধরে ভারতের স্যাটেলাইট পরিষেবার দুনিয়ায় পা রাখতে চাইছে স্টারলিঙ্ক। ভারতের বিভিন্ন গ্রামীন এলাকায় বিশেষ করে যে জায়গাগুলো ইন্টারনেটের পরিষেবা তেমনভাবে পায়নি সেখানে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে ডিজিটালাইজেশনের সুবিধা সবার কাছে প্রসারিত করাই এই সংস্থার লক্ষ্য।

তবে, ইতিমধ্যেই স্টারলিঙ্কের কাছে ভারত সরকার প্রশ্ন তুলেছে যে এই সংস্থার সাথে আর কোন কোন বিদেশি সংস্থার অংশীদারিত্ব আছে। কারণ চীনের মতন দেশের কোনো সংস্থার সাথে অংশীদারিত্ব হয়ে থাকলে তারা সহজেই সক্ষম হবে ভারতীয় ব্যবহারকারীদের সংরক্ষিত ডেটা অ্যাক্সেস করতে। তবে, কোন বিনিয়োগকারী সম্পর্কে বিস্তারিত তথ্য না দিলেও Space X ভারত সরকারকে জানিয়েছে যে, তাদের কোনো স্টেক হোল্ডার ভারতের প্রতিবেশী নয়।

 আরোও পড়ুন : গাড়ির দুনিয়ায় চমক দেখাচ্ছে এই SUV! মিলছে ৮৭০০০ টাকা ছাড়, পাত্তা পাবে না Tata,Maruti

এখন মূল প্রশ্ন হল, ভারত সরকারের তরফে এখনো কেন স্টারলিঙ্ককে ছাড়পত্র দেওয়া হল না? জানা গিয়েছে যে, গত বছর ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আমেরিকান সংস্থা ভেরিজন কমিউনিকেশন তাদের লাইসেন্স রিনিউ করার জন্য আবেদন করেছিল। সেই সময় তাদের কোন স্টেকহোল্ডার ভারতের প্রতিবেশীর নয় এমনটা বলে উল্লেখ করলেও পরে দেখা যায় তথ্যটি ভুল।

starlink india license delay

তাই, মার্কিন সংস্থাগুলি, ভারত সরকারকে যে বিবৃতি দেয় সেগুলি সত্য না মিথ্যা সে বিষয়ে একটি বড় প্রশ্ন থেকে যায়। সেহেতু স্টারলিঙ্ককে বহু দিন ধরেই অপেক্ষা করতে হচ্ছে তাদের পরিষেবা চালু করার জন্য। তাই আশা করা যায়, এবার Starlink ভারতে দ্রুত পরিষেবা শুরু করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সকল প্রশাসনিক সমস্যা সমাধানের চেষ্টা করবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর