এবার এই বড়সড় নিয়ম বদলের জন্য কোটি কোটি গ্রাহককে সতর্ক করল SBI! বিপদে পড়ার আগে নিন জেনে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের জন্য এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আনল SBI (State Bank Of India)। জানা গিয়েছে, এবার ব্যাঙ্কের একটি বড় নিয়ম বদলে যেতে চলেছে। যার ফলে ওই বিষয়ে গ্রাহকদের সতর্ক করা হয়েছে ব্যাঙ্কের তরফে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার লকার সংক্রান্ত নিয়মে পরিবর্তন করতে চলেছে SBI। এমতাবস্থায়, আগামী ৩০ জুন থেকেই লাগু হতে চলেছে এই নতুন নিয়ম।

এদিকে, এই নিয়ম বদলের ফলে দেশজুড়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক প্রভাবিত হবেন। ইতিমধ্যেই এই বিষয়ে স্টেট ব্যাঙ্কের তরফে তাদের অফিসিয়াল টুইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। মূলত, ব্যাঙ্কের তরফে একটি অ্যাডভাইজরি জারি করে জানানো হয়েছে আগামী ৩০ জুনের মধ্যে প্রত্যেক গ্রাহককে সংশোধিত লকার চুক্তিতে স্বাক্ষর করে সংশ্লিষ্ট SBI ব্রাঞ্চে জমা দিতে হবে।

পাশাপাশি, ব্যাঙ্কের তরফে এর জন্য অনলাইনে ফর্মও দিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই SBI এই বিষয়টি নিয়ে লাগাতার প্রচার চালাচ্ছে। এমতাবস্থায় ব্যাঙ্কটি টুইট মারফত জানিয়েছে যে, “প্রিয় গ্রাহক, বর্তমানে সংশোধিত লকার এগ্রিমেন্টের নিষ্পত্তির জন্য অনুগ্রহ করে আপনার ব্যাঙ্কের ব্র্যাঞ্চে যান।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SBI-এর পাশাপাশি ব্যাঙ্ক অফ বরোদার তরফেও গ্রাহকদের ওই নির্দিষ্ট তারিখের মধ্যেই সংশোধিত লকার এগ্রিমেন্টে সই করার বিষয়টি জানানো হয়েছে।

 লকার চার্জ: এদিকে, SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের লকার ফি ৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে রয়েছে। মূলত, লকারের সাইজ এবং কোন এলাকায় ব্যাঙ্কের ব্রাঞ্চটি রয়েছে এগুলির উপর নির্ভর করেই লকার চার্জ নির্ধারিত হয়। এমতাবস্থায়, মেট্রো ও মেট্রোপলিসিন সিটিতে ব্যাঙ্কের লকারের চার্জ হল ২০০০, ৪০০০ ও ৮০০০ টাকা।

ক্ষতিপূরণ পাবেন গ্রাহকেরা: উল্লেখ্য যে, এই সংশোধিত লকার এগ্রিমেন্ট অনুযায়ী, লকারে জিনিসপত্র রাখার ক্ষেত্রে যেকোনো অনভিপ্রেত ঘটনা যেমন অগ্নিকাণ্ড, চুরি, ডাকাতি কিংবা ব্যাঙ্কের পক্ষ থেকে কোনো অবহেলা অথবা কর্মচারীদের পক্ষ থেকে কোনো ধরণের ঘটনা ঘটলে ব্যাঙ্ক সেক্ষেত্রে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। শুধু তাই নয়, এই ক্ষতিপূরণের মাত্রা লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণের সমান হবে।

RBI জারি করে সার্কুলার: জানিয়ে রাখি যে, গত ২৩ জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রাহকদের কথা মাথায় রেখে একটি সার্কুলার জারি করা হয়। যেখানে বলা হয় প্রতিটি ব্যাঙ্ককে লকার সংক্রান্ত নিয়ম ও চুক্তির বিস্তারিত তথ্য দিতে হবে। এর পাশাপাশি ব্যাঙ্কগুলিকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী ৩০ জুনের মধ্যে ৫০ শতাংশ গ্রাহক এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ গ্রাহক সংশোধিত লকার এগ্রিমেন্টে সই করেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X