ধামাকা অফার! স্বল্প সময়েই মিলবে মোটা টাকার ইন্টারেস্ট, SBI’তে এই FD করলেই মালামাল হবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের অধিকাংশ জনগণের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে। দেশের প্রতিটি প্রান্তেই রয়েছে স্টেট ব্যাংকের শাখা। গ্রাহকদের কথা মাথায় রেখে স্টেট ব্যাংকের পক্ষ থেকে মাঝেমধ্যেই নিয়ে আসা হয় একাধিক অফার।

বহু মানুষ রয়েছেন যারা নিজেদের অর্জিত অর্থ জমা করেন ব্যাংকে। এছাড়াও সাধারণ মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের সেরা বিকল্প হল ফিক্সড ডিপোজিট। এই ফিক্সড ডিপোজিটে অর্থ রাখা একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে লাভদায়ক। ফিক্সড ডিপোজিটের উপর ব্যাংকের পক্ষ থেকে প্রদান করা হয় সুদ। তবে সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদের হার নিয়ে এসেছে। 

আরোও পড়ুন : ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে হাতে পাবেন মাত্র এত টাকা! নিয়ম বদলাল IRCTC

গ্রাহকরা যদি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন তাহলে পাবেন মোটা অংকের সুদ। দু বছর থেকে তিন বছরের কমের স্থায়ী আমানতে স্টেট ব্যাংক সর্বোচ্চ সাত শতাংশ সুদ প্রদান করছে গ্রাহকদের। এছাড়াও এক বছর থেকে দু বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে স্টেট ব্যাংক দিচ্ছে ৬.৮০ শতাংশ সুদ। ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদের স্থায়ী

thequint 2023 03 0b78043f 6530 4db0 9ce1 1fbeadc8bfff sbi

আমানতে স্টেট ব্যাংক দিচ্ছে ৫.৭৫ শতাংশ সুদ। এছাড়াও ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে দেওয়া হচ্ছে ৬.৫০ শতাংশ সুদ। পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতে স্টেট ব্যাংক গ্রাহকদের ৬.৫০ শতাংশ সুদ অফার করছে। এছাড়াও ব্যাংকের প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে পেয়ে যাবেন ০.৫% অতিরিক্ত সুদ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর