এবার ফুলে ফেঁপে উঠবে ব্যাঙ্কের কোষাগার! SBI নিচ্ছে বড় পদক্ষেপ, এখনই নিন জেনে

বাংলা হান্ট ডেস্ক: সরকারি ব্যাঙ্ক এমন একটি ক্ষেত্র যেখানে জনসাধারণরা নিঃসন্দেহে টাকা রাখতে পারেন। আবার টাকা ধারও নিতে পারেন। অন্যান্য কোথাও টাকা জমানোর পর যে ভয় থাকে সেটা ব্যাঙ্কের ক্ষেত্রে হয় না। এমনকি এখানে টাকা জমালে পরবর্তীতে তার সুদ বেড়ে দ্বিগুণ টাকা রিটার্ন পাওয়া যায়। আর এই আবহেই উঠে আসছে ডিপোজিটের চর্চা। সাম্প্রতিককালে আমানতের পরিমাণ দিনকে দিন কমে আসছে। আর এই বিষয়টি SBI (State Bank Of India)-র চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কি পরিকল্পনা SBI (State Bank Of India)-এর:

কি কারণে ডিপোজিটের পরিমাণ কমছে: তথ্যসূত্রে জানা গিয়েছে, ডিপোজিটের পরিমাণ কমে যাওয়ার মূল কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড। বর্তমানে গ্রাহকরা মিউচুয়াল ফান্ডের প্রতি ঝোঁক বাড়িয়েছে। এর ফলে এদিকে ডিপোজিটের প্রতি আগ্রহ কমে আসছে। ঠিক এই কারণেই দেশের বড় সরকারি ব্যাঙ্কগুলো নিজস্ব চাহিদামতো টাকা পেতে পারছে না। ফলত উদ্বেগ বেড়েই চলেছে। আর এই সমস্যা কাটাতে SBI করেছে বিরাট পরিকল্পনা। এতেই মিটবে সমস্যা।

State Bank Of India launches new project.

কি পরিকল্পনা আনতে চলেছে SBI: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI (State Bank Of India)-র চেয়ারম্যান, সিএস শেঠি বলেছেন যে, তাঁরা গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধির সাথে সাথে, SIP-র যৌথ পণ্য সহ উদ্ভাবনী পণ্য প্রবর্তনের চিন্তা ভাবনা করছেন। জানা যাচ্ছে, অর্থনীতির অগ্রগতির সাথে বর্তমানে গ্রাহকরা আরও আর্থিকভাবে সচেতন হয়ে উঠছে এবং বিনিয়োগের জন্য নতুন পন্থা খুঁজছেন। শুধু তাই নয়, গ্রাহকরা অর্থনীতি বিকাশের সাথে সাথে সম্পদ বরাদ্দের দিকেও বেশ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজে পাননি খেলার সুযোগ! এবার দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি করে সবাইকে চমকে দিলেন ভারতের এই প্লেয়ার

গ্রাহকের পছন্দের কথা উল্লেখ করে শেঠি বলেছেন, কেউই ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে চান না। আর ব্যাঙ্কিং সম্পদ তেমনি বিনিয়োগের সুবিধা দিতে চলেছে। তাঁরা এমন পণ্যের সুবিধা আনবে, যাতে সহজেই গ্রাহকরা আকৃষ্ট হন। SBI (State Bank Of India) ঐতিহ্যবাহী পণ্যগুলির ক্ষেত্রেই নতুন কিছু পরিকল্পনার কথা ভাবছে। এই পণ্যের মাধ্যমে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং SIP-কে একত্র.করে একটি যৌথ পণ্য দিতে পারবে. যা হবে ডিজিটালি অ্যাক্সেসযোগ্য।

আরও পড়ুন: পাকিস্তানের অধিনায়ক পদ থেকে ইস্তফা বাবরের! কে হবেন পরবর্তী ক্যাপ্টেন? সামনে আসছে এই নাম

এগুলির পাশাপাশি SBI দিচ্ছে আরও বিশেষ সুবিধা: এই নতুন পণ্য আনার পাশাপাশি, SBI (State Bank Of India) আমানত সংগ্রহ বাড়ানোর জন্য একটি বৃহৎ আকারের আউটরিচ প্রোগ্রামও চালু করেছে। তথ্যসূত্রে জানা গিয়েছে, সারাদেশে একমাত্র SBI-এর শাখা সবচেয়ে বেশি বিস্তৃত। আর তাই গ্রাহকদের সুবিধার জন্য আউটরিচ প্রোগ্রামকে কাজে লাগিয়ে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর