বাংলা হান্ট ডেস্কঃ ঋণগ্রাহকদের জন্য দুঃসংবাদ। আজ থেকে এমসিএলআর (MCLR) ১০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। ব্যাংক এর মতো যেকোনো আর্থিক প্রতিষ্ঠান যারা সুদে (Interest) টাকা ধার দেন তাদের ক্ষেত্রে কার্যকরী হবে আজ থেকে এই নিয়ম।
আগে বছরে MCLR রেট ছিলো ৭.৪ । দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক সূত্রে খবর , এই বছর এই রেট বাড়িয়ে করা হয়েছে এক বছরে ৭.৫।
রইলো MCLR রেট বাড়ার তালিকা:
১ মাসের মেয়াদের ক্ষেত্রে এই রেট বেড়ে হয়েছে ৭.১৫%
৩ মাস মেয়াদের ক্ষেত্রেও MCLR রেট বেড়ে হয়েছে ৭.১৫%
৬ মাসের মেয়াদের জন্য এই রেট বেড়ে ঠেকেছে ৭.৪৫% এ
২ বছর মেয়াদের ক্ষেত্রে বেড়ে হয়েছে ৭.৭ %
৩ বছর মেয়াদে বেড়ে হয়েছে ৭.৮ %
গ্রাহকের ওপর কি প্রভাব পড়বে এমন হার বৃদ্ধিতে ? স্টেট ব্যাংক এর এমন হঠাৎ নোটিশে মাথায় হাত সাধারণ গ্রাহকদের । বাড়ি লোন, গাড়ি লোন বা এই জাতীয় যেকোনো খাতে স্টেট ব্যাংক বা এই জাতীয় কোনো আর্থিক প্রতিষ্ঠান এর থেকে কোনো ঋণ নেওয়া থাকলে তার EMI বাবদ গুনতে হবে বেশি টাকা। অর্থাৎ যে হারে আগে সুদে ধার নেওয়া যেত আজ থেকে সেই খাতেই ঋণ নিলে শোধের সময় দিতে হবে বেশি টাকা। আজ থেকেই লাগু হয়েছে এই নিয়ম।