বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটকে। ফিক্সড ডিপোজিটে টাকা রাখা একদিকে যেমন সুরক্ষিত, অন্যদিকে, এর পরিবর্তে মেলে মোটা অংকের সুদ। তাই বহু মানুষ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের উপরই ভরসা রাখেন বাড়তি উপার্জনের জন্য।
আমাদের দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হার ভিন্ন। মাঝেমধ্যেই স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করে ব্যাংকগুলি। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থায়ী আমানতকারীদের জন্য নিয়ে এল নতুন একটি অফার। ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে গ্রিন রুপি টার্ম ডিপোজিট (SBI Green Rupee Term Deposit)।
আরোও পড়ুন : বাম হাতে অপারেশনের সময় SSKM থেকে বসানো হয় প্লেট! সেই স্ক্রু খুলে গিয়ে যন্ত্রণায় নাস্তানাবুদ মদন মিত্র
দেশের সাধারণ নাগরিকরা তো বটেই, পাশাপাশি এনআরআই গ্রাহকরাও স্টেট ব্যাংকের এই স্কিমে টাকা জমা রাখতে পারবেন। ১১১১ দিন, ১৭৭৭ দিন বা ২২২২ দিনের জন্য এই স্কিমে টাকা জমা রাখতে পারবেন গ্রাহকরা। পরিবেশ উন্নয়নের জন্য ব্যবহার করা হবে এই স্কিমের টাকা। যার মধ্যে সামিল রয়েছে রিনিউয়াল এনার্জি, এনার্জি এফিশিয়েন্ট, জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ।
আরোও পড়ুন : ৫ বছরে ৩০ কোটি আয়ুষ্মান যোজনায় নাম! নয়া রেকর্ড কেন্দ্রের, সবথেকে এগিয়ে এই রাজ্য
স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খারার কথায়, ২০৭০ সালের মধ্যে রাষ্ট্রকে নেট কার্বোন শূন্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে স্টেট ব্যাংক নিয়ে এসেছে এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট। স্টেট ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন, গ্রাহকরা এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে তাদের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। তবে এই স্কিম কিছুদিনের মধ্যেই yono অ্যাপ ও অনলাইন মাধ্যমেও উপলব্ধ হবে।
১১১১ দিন থেকে ১৭৭৭ দিনের জন্য এই ডিপোজিটে বিনিয়োগ করলে পাওয়া যাবে বার্ষিক ৬.৬৫ শতাংশ সুদ ৷ ৬.৪০ শতাংশ সুদ পাওয়া যাবে ২২২২ দিনের বিনিয়োগে। তবে অতিরিক্ত কিছু সুদ প্রদান করা হবে প্রবীণ নাগরিকদের। এই স্কিমে পাওয়া যাবে প্রি ম্যাচিউর উইথড্রয়েলের সুবিধা। এছাড়াও ফিক্সড ডিপোজিটের এগেইনস্টে লোন ও ওভার ড্রাফ্ট লিমিট পাবেন গ্রাহকরা।