বাম হাতে অপারেশনের সময় SSKM থেকে বসানো হয় প্লেট! সেই স্ক্রু খুলে গিয়ে যন্ত্রণায় নাস্তানাবুদ মদন মিত্র

বাংলাহান্ট ডেস্ক : বাম আমল থেকে মদন মিত্রর সাথে এসএসকেএম হাসপাতালের ‘সুমধুর’ সম্পর্কের কথা অনেকেই জানেন। বাম জামানাতেও বহু বাম নেতাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে সাহায্য করেছেন তৃণমূলের মদন মিত্র। মদন মিত্ররই কি না সেই এসএসকেএম হাসপাতালে ঠিকমতো হল না চিকিৎসা!

মদন মিত্রের পরিবার সূত্রে খবর, কামারহাটির বিধায়ক মদন মিত্র তিন দিন আগে বাম হাতে যন্ত্রণা অনুভব করেন। এরপর তাঁকে ভর্তি করানো হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। এখানে মদন মিত্রর হাতের এক্সরে হলে জানা যায়, বাম হাত ভেঙে যাওয়ার পরে এসএসকেএম হাসপাতালে পক্ষ থেকে যে প্লেট তাঁর হাতে লাগানো হয়েছিল, সেটির স্ক্রু খুলে গেছে।

আরোও পড়ুন : এবার লাগাতার ধর্মঘট! চরম হুঁশিয়ারি DA আন্দোলনকারীদের, বিপাকে পড়তে চলেছে রাজ্য

শুধু এখানেই শেষ নয়, আরো একটি ফ্র্যাকচার রয়েছে তৃণমূল নেতার হাতে। এসএসকেএম হাসপাতালে সেই চিকিৎসা করাই হয়নি! শ্বাসকষ্ট নিয়ে মদন মিত্র ডিসেম্বর মাসে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম এর চিকিৎসকেরা জানান যে মদন মিত্রর বুকে সংক্রমণ হয়েছে। অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ায় তৃণমূল বিধায়ককে আইসিইউতে রেখে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়।

আরোও পড়ুন : মাধ্যমিক পাশ মহিলাদের এবার সোনায় সোহাগা! চাকরি দেবে রাজ্য, দেখুন আবেদন পদ্ধতি

চিকিৎসাধীন থাকার সময় মদন মিত্র হাসপাতালেই পড়ে গিয়ে বাম হাত ভেঙে ফেলেন। সেখানে তাঁর বাম হাতের এমআরআই করা হয়। এরপর অস্ত্রোপচার করে বাম হাতে বসানো হয় প্লেট। মদন মিত্রের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, এসএসকেএম হাসপাতাল থেকে ফিরে আসার পরেও বেশ দুর্বল ছিলেন তিনি। কারোর সাহায্য ছাড়া হাঁটতে পারছিলেন না। তাছাড়াও দুজন মিলে তাঁকে তুলতে হচ্ছিল।

SSKM

শুক্রবার সেই অবস্থাতেই মদন মিত্রকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হিমোগ্লোবিনের পরিমাণ মাত্র ৭.৫ ছিল সেই সময়। তিনদিন পরেও এই অবস্থার পরিবর্তন হয়নি বলে জানা গেছে। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা মঙ্গলবার মদন মিত্রর পরিবারের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্তে আসবেন। মদন মিত্রের বাম হাতে যে ফ্র্যাকচার রয়ে গেছে তার চিকিৎসা কী হবে সেই বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হবে তারপর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর