অপেক্ষার অবসান! ৭% DA বৃদ্ধি করল রাজ্য সরকার! কবে থেকে হাতে পাবেন সরকারি কর্মীরা?

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। তার আগেই বড় সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা। ৩-৪ শতাংশ নয়, এক ধাক্কায় ৭ শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করল সরকার। সেই সঙ্গেই বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়েও বড় ঘোষণা করা হয়েছে।

নয়া হারে ডিএ (Dearness Allowance) কবে থেকে মিলবে?

দীপাবলির সময় থেকে একের পর এক সুখবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। এবার লক্ষ্মীলাভ হল রাজ্য সরকারি কর্মীদের। সম্প্রতি সরকারের তরফ থেকে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ৭% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের এই সুখবর দিয়েছে গুজরাট সরকার। জানানো হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে।

এতদিন ওই রাজ্য সরকারি কর্মীরা ২৩৯% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছিলেন। ৭% হারে বৃদ্ধির পর সেটা বেড়ে দাঁড়াল ২৪৬%। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পঞ্চায়েত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং বেসরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের কর্মীদের এই মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। সেই সঙ্গেই গুজরাট স্টেট সার্ভিস পে রিভিশন রুলস ২০০৯-এর অধীন যে সকল কর্মীরা বেতন পাচ্ছেন, তাঁরাও এর সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ ‘একটু সময় চাই..,’ ‘ক্ষুব্ধ’ হাইকোর্টের কাছে সময় চাইল রাজ্য, কোন মামলায়?

ডিএ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি বকেয়া মহার্ঘ ভাতাও (DA Arrear) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছে গুজরাট সরকার। জানা যাচ্ছে, জুলাই থেকে নভেম্বর মাস অবধি বকেয়া ডিএ ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে স্থির করা হবে এবং তা ২০২৫ সালের জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও জানুয়ারি মাসেই ৫ মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন বলে খবর।

Dearness Allowance

এদিকে পশ্চিমবঙ্গের কথা বলা হলে, বাংলার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। চলতি বছর ৪% হারে দু’দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। গত বছর ডিসেম্বর মাস নাগাদ ডিএ বাড়ানোর সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরও এমনটা করা হতে পারে বলে অনুমান করছেন অনেকে। ডিসেম্বর মাসের শেষ কিংবা জানুয়ারির শুরুতে মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনাও চলছে। সরকারের তরফ থেকে কবে ঘোষণা করা হয় সেটাই এখন দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর