বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। এবার অবশেষে সেই ধর্নায় অনুমতি দেওয়ার কথা জানাল রাজ্য (State Government)।
বহু টালবাহানার পর বিরোধী দলনেতার নেতৃত্বে ধর্নায় রাজ্য অনুমতি দিলেও কবে ধর্না দেবেন, তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, কিছু মাস আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেই এই প্রসঙ্গের উল্লেখ করে আদালতে শুভেন্দুর আইনজীবীর বলেন, ‘প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশ আমাদের আবেদন বাতিল করে দিয়েছে। যদি ১৪৪ জন্য তা করা হয় তাহলে গত বছর তৃণমূলকে কেন অনুমতি দিয়েছিল পুলিশ?’
ওদিকে বৃহস্পতিবার নবান্নে বৈঠকের সময়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেকরা যখন রাজভবনের সামনে ধর্না দিয়েছিল, তখন সেখানে ১৪৪ ধারা ছিল না।” এদিন শুভেন্দুর আইনজীবী মুখ্যমন্ত্রীর এই বক্তব্য হাইকোর্টের সামনে উল্লেখ করে বলেন, ‘পুলিশমন্ত্রী কীভাবে এই মন্তব্য করতে পারেন?’
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই সময় শুভেন্দুর আইনজীবী মুখ্যমন্ত্রীর মন্তব্যের উল্লেখ করলে পাল্টা বিচারপতি অমৃতা সিনহা বলেন, “রাজনৈতিক নেতাদের বিশ্বাস করার দরকার নেই।”
বিচারপতি আরও বলেন, “আদালতে এজি যেটা বলেছেন সেটাই বিশ্বাস করুন। রাজনৈতিক নেতাদের বক্তব্য বিশ্বাস করার দরকার নেই। তাতে বিভ্রান্তি বাড়ে। রাজনৈতিক মামলার জেরে বাকি মামলারও ক্ষতি হয়।”
আরও পড়ুন: সব শেষ! নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি, এরই মাঝে পার্থর জীবনে ঘোর দুঃসংবাদ
এদিন আদালতে রাজ্য জানায় আগামী রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী ধর্নায় বসতে পারেন। তবে সেখানেও বিপত্তি। আগামী রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান রয়েছে। তাই সেদিন ধর্নায় বসতে চাইছেন না বিরোধী দলনেতা। এরপর ৭ জুলাই অর্থাৎ তার পরের রবিবার ধর্নার অনুমতি দেওয়া যেতে পারে কি না সেই নিয়ে রাজ্যকে জানোনোর জন্য বলেন বিচারপতি সিনহা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন, রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে হাইকোর্টে জানাবেন।