বাংলা হান্ট নিউজ ডেস্ক: গোটা বিশ্ব সচিন টেন্ডুলকারকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটার বলে ভাবে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার শেন ওয়ার্ন ১০০ টি শতরান করা কিংবদন্তিকে মহান বলে মনে করেন না। এখানে বলে রাখা ভালো যে অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার শেন ওয়ার্ন এবং মাস্টার ব্লাস্টার সচিনের মধ্যে সম্পর্ক ক্রিকেট মাঠে খুব একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল না।
ক্রিকেট মাঠে শেন ওয়ার্ন এবং সচিন টেন্ডুলকারের মধ্যে দুর্দান্ত দ্বৈরথ দেখা যেত। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেই মাঠের লড়াইয়ে বাজি মেরেছিলেন সচিন। অনেকে তো এমনও বলে থাকেন কিংবদন্তি লেগ স্পিনার নিজের ঘুমের মধ্যেও সচিবকে নিয়ে দুঃস্বপ্ন দেখতেন। যদিও ওয়ার্ন পরবর্তীকালে নিজে সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
সচিন টেন্ডুলকার বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি শতরান করেছেন। টেস্ট ক্রিকেটে ২০০ টি-র বেশি ম্যাচ খেলেছেন। কিন্তু শেন ওয়ার্নের চোখে এসব রেকর্ড কোনও বড় ব্যাপারই নয়। টেস্ট ক্রিকেটে উল্লেখ করা ৫ সেরা ব্যাটসম্যানের মধ্যে শেন ওয়ার্ন জায়গা দেননি টেন্ডুলকারকে। বর্তমান যুগের সেরা ১০ টেস্ট ক্রিকেটারের তালিকা তৈরি করেছেন শেন ওয়ার্ন। ওয়ার্ন অবশ্য বিরাট কোহলিকে এই তালিকার বিশ্বের সেরা ১০ টেস্ট ব্যাটসম্যানের মধ্যে বেছে নিয়েছেন।
শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার তারকা টেস্ট ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে বিশ্বের সেরা ব্যাটার বলেছেন। শেন ওয়ার্নের একটি ভিডিও ফক্স ক্রিকেট ইনস্টাগ্রামে শেয়ার করেছে। সেখানে তিনি বলেছেন স্টিভ স্মিথ সবরকম পরিস্থিতিতে সফল। তাই তিনিই এই প্রজন্মের সেরা।