বাংলাহান্ট ডেস্ক : পাঁচতারা হোটেলে খাবার খেতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হল টলি (Tollywood) অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সমগ্র ঘটনার ভিডিও তুলে ধরলেন ‘আলতাফড়িং’ (Alta Foring) ধারাবাহিকের অমৃতা ওরফে মিষ্টি সিং (Misti Singh)। আর সেই ভিডিও দেখেই চক্ষু চড়কগাছ নেট নাগরিকদের। বইছে কমেন্টের বন্যা।
নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ভিডিওতেই তাঁকে বলতে শোনা যায়, ‘কলকাতার জেডব্লিউ ম্যারিয়েটর খাবার আমার ভীষণ পছন্দ। তাই গিয়েছিলাম বেশকিছু পেস্ট্রি কিনতে। আর সেখানেই দেখলাম খাবারের ওপর ঘুরে বেড়াচ্ছে আরশোলা এবং পোকামাকড়। যেটা একেবারে ভাবাই যায় না। অনেকেই অনলাইনে খাবার অর্ডার করতে ভালোবাসেন। সেই খাবারের সঙ্গেও যায় এই পোকামাকড় গুলি। একেবারেই অস্বাস্থ্যকর পরিস্থিতি’।
ভিডিওতে দেখা যাচ্ছে, শোকেসে সাজানো রয়েছে কেক, পেস্ট্রি থেকে শুরু করে পিজা। আর সেই সমস্ত খাবারের ওপরেই সমহিমায় ঘুরে বেড়াচ্ছে আরশোলা। হোটেলের এক কর্মচারীর সঙ্গে কথাও বলতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে কি কথা হচ্ছে সেটা অবশ্য শোনা যায়নি।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্স ভরেছে নেটিজেনদের কমেন্টে। কেউ লিখেছেন, ‘কর্তৃপক্ষের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা’। কেউ আবার লিখেছেন, ‘একটা ফাইভ স্টার হোটেলের যদি এহেন অবস্থা হয় তাহলে রাস্তার ধারের দোকানগুলির কি অবস্থা হবে’।
ঘটনা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি বরাবরই এই হোটেলের কেক খেতে ভালবাসি। হাতে সময় ছিল বলেই সেদিনও গিয়েছিলাম কেক খেতে। কিনতে গিয়ে দেখি খাবারের ওপর ঘুরে বেড়াচ্ছে আরশোলা। যদিও আমি প্রথমে ভেবেছিলাম এই খাবারগুলি বিক্রির জন্য নয়। তবে একজন স্টাফের সঙ্গে কথা বলে জানতে পারলাম এগুলি তাজা খাবার। যা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়ে বাধ্য হই রিল ভিডিও বানাতে’।
অভিনেত্রী সংযোজন, ‘ইতিমধ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেছে জেডব্লিউ ম্যারিয়ট কর্তৃপক্ষ। ভিডিওটি ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। তবে আমি সাফ জানিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত গ্রাহকদের কাছে ক্ষমা চাওয়া হবে ততক্ষণ ভিডিও ডিলিট করবো না’।