দেড়শো জনের প্রান বাঁচাতে সিদ্ধান্ত বদল ট্রাম্পের

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রশাসন ক্ষেপণাস্ত্র ছুড়ে ১৩ কোটি ডলারের মার্কিন ড্রোন নামানোর পাল্টা জবাব দিতে চেয়েছিল ইরানকে। সেইমতো মার্কিন প্রশাসন পরিকল্পনা করেছিলেন হামলার। বৃহস্পতিবার শেষ রাতে হামলার সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। মার্কিন প্রশাসনের লক্ষ্য ছিল কিছু ক্ষেপণাস্ত্রের ব্যাটারি এবং রেডার।

পরিকল্পনা মতো হামলার জন্য তৈরি হয়ে গিয়েছিল সব বিমান এবং জাহাজ। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন ডোনাল্ড ট্রাম্প।

9ebae images 2 9

আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইট করে জানান হামলা চালানোর মাত্র ১০ মিনিট আগে তিনি সিদ্ধান্ত বদল করে পিছিয়ে আসেন।এক জেনারেল তাকে জানায় এই হামলায় অন্তত দেড়শ মানুষের প্রাণ যেতে পারে,একথা শুনে এই সিদ্ধান্ত বদল করেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে লিখেছেন, “কোন তাড়া নেই নিষেধাজ্ঞার কামড় থাকছেই। কাল রাত থেকে আরও নিষিদ্ধ চাপানো হচ্ছে। আমেরিকার বিরুদ্ধে ইরান কোনদিন পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারবে না, গোটা বিশ্বের বিরুদ্ধে তো নয়ই।”

সম্পর্কিত খবর