স্কুল খোলার খবরে উচ্ছ্বসিত পড়ুয়ারা, মুখ্যমন্ত্রীর ছবিতে মিষ্টিমুখ করিয়ে খুশি জাহির

বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ প্রায় ২ বছর পর এবার খুলতে চলেছে স্কুল কলেজের দরজা। উত্তরকণ্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (mamata banerjee) ঘোষণা করেন আগামী ১৬ ই নভেম্বর থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এই খবর পেয়েই খুশির জোয়ারে ভেসে যায় পড়ুয়ারা।

উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরকণ্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, ‘আগামী ১৬ ই নভেম্বর থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। তবে নিচু ক্লাস নয়, খোলা হবে নবম থেজে দ্বাদশ শ্রেণীর জন্য। সেইসঙ্গে খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজাও’।

778318 IMG 20211026 WA0042

করোনা আবহে প্রায় ২ বছর ধরে অনলাইনেই চলছিল পঠনপাঠন। ছাত্রছাত্রীরা স্কুল খোলার আবেদন করলেও, করোনা আবহের দরুণ স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তই নিয়েছিল রাজ্য সরকার। তবে এবার স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর সেই মর্মে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্য সচিবকেও।

এই সিদ্ধান্ত শোনার পর খুশিতে শিলিগুড়ির হাসমি চকে মুখ্যমন্ত্রীর প্রতীকি ছবিতে মিষ্টিমুখ করায় ছাত্রছাত্রীরা। উৎসবে মেতে উঠে স্টুডেন্টস সোসাইটির ব্যানারে এই কাজ করে পড়ুয়ারা। তাঁদের চোখে মুখে ফুটে ওঠে খুশির জোয়ার।

তবে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায়, ধুলো বালি জমে গিয়েছে বেঞ্চগুলোতে। সেগুলো পরিস্কারকরণ থেকে শুরু করে স্কুল বাড়িতে স্যানেটাইজেশন করার জন্যও সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে, আগামী ১৬ ই নভেম্বর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর