বেনারসের মন্দিরে পূজিত হবেন সুভাষ! আগামিকাল নেতাজির জন্মদিনে মন্দিরের উদ্বোধন

বাংলা হান্ট ডেস্কঃ  আগামিকাল স্বাধীনতা সংগ্রামী, দেশের মহান যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৩ জন জন্মদিন। উত্তর প্রদেশের বেনারসে নেতাজির জন্য এক মন্দিন নির্মাণ করা হয়েছে, সেই মন্দির কাল ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে উদ্বোধন করা হবে।দেশের এই প্রথম কোনও মন্দিরে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছে। আজান্দ হিন্দ মার্গে এই মন্দিরের উদ্বোধন করবেন আরএসএস-এর প্রচারক ইন্দ্রেশ কুমার। এই দিন থেকেই মন্দিন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

subhash temple vns

সূত্রের খবর, এই মন্দিরের মহন্ত হবেন একজন দলিত মহিলা, যিনি কালকের পর থেকে রোজ সকালে ভারত মাতার আরতি করে মন্দির খুলবেন। আবার রাতে ভারত মাতার আরতি করে মন্দির বন্ধ করে দেবেন।

সুভাষ ভবনের বাইরের অংশে নেতাজির নামে মন্দির স্থাপন করা হয়েছে। সেখানে সুভাষ চন্দ্র বসুর একটি আবক্ষমূর্তি স্থাপন করা হয়েছে। ১১ ফুট উঁচু এই মন্দিরে সুভাষ বসুর মূর্তি কালো গ্রানাইট পাথরে নির্মাণ করা হয়েছে। মন্দির সিঁড়ি, মূল ফটক ও প্রতিমায় বিশেষ রঙ ব্যবহার করা হয়েছে। সিঁড়ির রং অর্ধেক সাদা ও অর্ধেক লাল করা হয়েছে। বিএইচইউ-এর অধ্যাপক ড. রাজীব এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন, লাল রঙ লড়াইয়ের। আর সাদা রঙ শান্তির প্রতীক। অর্থাত্ একই মন্দিরে শক্তি ও শান্তি, দুইয়ের পুজো করা হবে।

এই মন্দিরে নেতাজি সম্পর্কে অনেক জানা-অজানা তথ্য খোদাই করা থাকবে। মন্দিরে আসা দর্শনার্থীরা সেই ইতিহাস পড়ে দেখার সুযোগ পাবেন। এই মন্দির  নেতাজির জন্মদিনে এক অন্যন্য শ্রদ্ধার্ঘ্য তাঁর উদ্দেশে।

সম্পর্কিত খবর