কেরিয়ারে ফ্লপ ছবি নেই বললেই চলে, আমি বরাবর ব্লকবাস্টার ক্লাবের নায়িকা: শুভশ্রী

বাংলাহান্ট ডেস্ক: বর্ধমানের মেয়ে কলকাতায় এসেছিলেন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে। টলিউডে কেরিয়ার গড়তে চেয়ে স্ট্রাগলও কম করেননি। এক পা এক পা করে উঠেছেন সাফল্যের সিঁড়িতে। আজ তিনি ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রী। বুঝতে পারছেন তিনি কে? সিনেপ্রেমীদের প্রিয় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

দেবশ্রী রায়, শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর পরবর্তী কালে টলিউড ইন্ডাস্ট্রি বলতে যাদের নাম উঠে আসত, তাঁদের মধ্যে অন্যতম শুভশ্রী। দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় টলিউডের বেশিরভাগ প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। চ্যালেঞ্জ, বাজিমাত, রোমিও, খোকাবাবুর মতো ছবি থেকে শুরু করে আজ ধরণ বদলে পরিণীতা, হাবজি গাবজি, বিসমিল্লাহ, বৌদি ক্যান্টিন এর মতো ছবি করছেন।

Subhashree 2

মা হওয়ার পর একটা লম্বা সময় সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছিলেন শুভশ্রী। সময় দিয়েছিলেন নিজের পরিবার এবং নিজের ফিটনেস বাড়ানোর দিকে। তারপরেই কাজে ঝাঁপিয়েছেন তিনি। এক বছরে চার চারটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। আর নতুন বছরের শুরুতেই তিনি দর্শকদের উপহার দিলেন ‘ডক্টর বক্সী’। তাঁর বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

তবে বক্স অফিসে ডক্টর বক্সীর লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা বোঝাই যাচ্ছে। কারণ বাংলাতেই একসঙ্গে মুক্তি পেয়েছে কাবেরী অন্তর্ধান এবং দিলখুশ। উপরন্তু আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের পাঠান, যার জেরে ইতিমধ্যেই নাকি বাংলা ছবি হল পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নিজের ছবি নিয়ে কতটা চিন্তিত শুভশ্রী?

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, লক্ষ্মীলাভ তো অবশ্যই দরকার। ব্যবসার জোরেই ইন্ডাস্ট্রি চলে। বাংলা ছবি যদি ভাল ব্যবসা করে তাহলে তো ইন্ডাস্ট্রিরই লাভ। তবে তিনি বক্স অফিস নিয়ে কোনোদিন ভাবেননি বা বলা ভাল তাঁকে ভাবতে হয়নি।

শুভশ্রীর কথায়, তাঁর কেরিয়ারে ফ্লপ ছবির সংখ্যা খুব কম। তিনি সবসময় ব্লকবাস্টার ক্লাবের সদস্যই থেকেছেন। তবে এর জন্য তিনি পরিচালক, প্রযোজকদেরই কৃতিত্ব দেন। পাঠান নিয়েও বিশেষ চিন্তিত নন শুভশ্রী। শাহরুখ এতদিন পর কামব্যাক করছেন, ছবি যে হিট হবে তাতে সন্দেহ নেই। কিন্তু ডক্টর বক্সী এক সপ্তাহ আগেই মুক্তি পেয়ে যাচ্ছে। দর্শকরা ঠিকই দেখে নেবেন ছবিটা, বিশ্বাস শুভশ্রীর।


Niranjana Nag

সম্পর্কিত খবর