দশ মাস বয়সেই মায়ের সঙ্গে পাল্লা দিয়ে ফটোশুট! ইউভানের কাণ্ডকারখানার ছবি শেয়ার করলেন শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিন দিন বাড়ছে ইউভানের (yuvaan) জনপ্রিয়তা। মাত্র দশ মাসেই সে খুদে সেলিব্রিটি। এমনকি খ‍্যাতির নিরিখে মা বাবা শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীকেও ছাড়িয়ে গিয়েছে ইউভান। ছেলের ছবি শেয়ার করলেই মুহূর্তে ভাইরাল।

ছেলে একটু বড় হতে ধীরে ধীরে কাজে যোগ দিতে শুরু করেছেন শুভশ্রী। ডান্স ইন্ডিয়া ডান্সে বিচারকের আসনে রয়েছেন তিনি। এছাড়াও টুকটাক ফটোশুটও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এবার তাঁর সঙ্গী হল ছোট্ট ছেলে ইউভান। সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে মায়ের সঙ্গে ইউভানকেও পোজ দিতে দেখা গিয়েছে।


ছবিটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘সঙ্গে থাকুন’। অর্থাৎ ছেলেকে সঙ্গে নিয়ে অনুরাগীদের যে বেশ বড় সারপ্রাইজ দিতে চলেছেন তিনি তা বোঝাই যাচ্ছে। ফটোশুটের ক‍্যামেরার পেছনের ভিডিও তুলে ধরেছেন শুভশ্রী। বেশ খেলার মেজাজে দেখা গিয়েছে ইউভানকে। ছেলের কাণ্ড দেখে মুখে হাসি অভিনেত্রীর।


এদিন আরো একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে প‍্যারামবুলেটরে বসে এক মুখ হাসি নিয়ে হাত পা ছুঁড়ছে ইউভান, কানে গোঁজা টগর ফুল। বুমেরাং ভিডিওটির ক‍্যাপশনে হ‍্যাশট‍্যাগ দিয়ে শুভশ্রী লিখেছেন, ‘ডান্সিং ডল’।

https://www.instagram.com/p/CR1GGypglgA/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CR0SO8-g-kf/?utm_medium=copy_link

এর আগেও ইউভানকে নিয়ে ফটোশুট করেছিলেন শুভশ্রী। কালো সোনালি আনারকলিতে সেজে ছেলেকে কোলে নিয়ে ক‍্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ইউভানের পরনে ছিল হলুদ টিশার্ট ও কালো প‍্যান্ট। দারুন ভাইরাল হয়েছিল ছবিটি।

X