‘শাড়িই পরতে পারতে’, কুর্তী পরে সাধভক্ষণ শুভশ্রীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়

বাংলা হান্ট ডেস্ক : ইউভান যে এবার বড় দাদা হতে চলেছে সেই সুখবর আপনারা অনেক আগেই পেয়েছেন। কোনও লুকোছাপা নয়, রাজ (Raj Chakraborty) শুভশ্রী (Subhashree Ganguly) নিজেই জানিয়েছিলেন এই খুশির খবর। জানা গেছিল, খুব শীঘ্রই তাদের পরিবারে আসছে নতুন সদস্য। আর তার আগেই চক্রবর্তী পরিবারে আনন্দ উৎসব। সাধ খেলেন শুভশ্রী।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুঁ মারলেই দেখতে পাবেন দ্বিতীয় সন্তান আসার আগে সাধের অনুষ্ঠানে মেতে আছেন শুভশ্রী। পরিবার পরিজনদের নিয়ে বেশ চুটিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন নায়িকা। তবে এবার তার সাজ পোশাক একটু ভিন্ন। আগেরবারের মত শাড়ি না পরে একেবারে সাদামাটা সাজে ধরা দিয়েছেন রাজ ঘরণী।

এইদিন তাকে দেখা গেল সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টের কুর্তিতে। সাথে পরেছিলেন ম্যাচিং কানের দুল এবং ভীষণ হালকা মেকআপ। এই সাজেই ছবি তুললেন সকলের সাথে। নিজেকে ফ্রেমবন্দি করলেন স্বামী রাজের সাথেও। পরিচালকের পরনে ছিল, একটি হালকা বেগুনি রঙের পাঞ্জাবি। বেবি বাম্পে হাত দিয়ে পোজ তোলেন রাজ শুভশ্রী।

আরও পড়ুন : মেয়েরাই মেয়েদের ক্ষতি চায়! টলিউডের স্বনামধন্য নায়িকার কুকীর্তি ফাঁস করলেন অপরাজিতা আঢ্য

পাশাপাশি বাবা মাকেও সাথে নিয়ে ছবি তুললেন শুভশ্রী। যদিও এইসমস্ত ছবিতে ইউভান মিসিং ছিল। ভক্তদের অনেকেই মিস করেছে এই খুদেকে। এই সমস্ত ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘সাধভক্ষণ’। এরপরেই রবিবার কেমন কাটলো সেই ছবিও শেয়ার করেন নায়িকা। রাজের বাহুডোরে আবদ্ধ হয়ে নায়িকা লেখেন, আদরে ভরা সন্ধ্যা। এইদিন পরনে ছিল একটি কালো পোশাক। যদিও অনেকেই আবার শুভশ্রীর এই পোশাকের সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, ‘আগের বারের মত শাড়িই পরতে পারতে।’ অপর একজনের বক্তব্য, ‘ন্যাড়া কয়বার বেলতলায় যায়।’

আরও পড়ুন : হরর থেকে থ্রিলার, গায়ে কাঁটা দেওয়া এই ৫ কোরিয়ান ওয়েব সিরিজ দেখলে ভুলে যাবেন নাওয়া খাওয়া

 

প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকে মাস কয়েক আগে রাজ এবং শুভশ্রী যৌথভাবে তাদের দ্বিতীয় সন্তান আসার খবর দেন। ইউভানকে একটি কাস্টমাইজড টি শার্ট পরান যাতে লেখাছিল ‘বিগ ব্রাদার’। এছাড়াও তারকা দম্পতি নিজেরাও জানান, ‘ইউভান এবার দাদা হতে চলেছে। ওর প্রমোশন হল।’ আচমকা এই খবরে ভক্তরা একটু চমকে গেলে রাজ শুভশ্রী জানান যে, এটি তাদের প্ল্যানড প্রেগন্যান্সি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর