‘যেন কন্যা সন্তান…’, গর্ভাবস্থার আট মাসের মাথায় এ কী বললেন শুভশ্রী? শুরু জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : যে কোনো নারীর কাছেই মাতৃত্বের গুরুত্ব অপরিসীম। নিজের অংশকে পৃথিবীতে আনা এবং তাকে বড় করে তোলার মধ্যে যে অনাবিল আনন্দ রয়েছে তা আর কিছুতে নেই। আর এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তার প্রেম জীবন নিয়েও রয়েছে বহু তর্ক বিতর্ক। তবে সেসবকে পেছনে ফেলে ইউভানের (Yuvan) মা শুভশ্রী যেন সম্পূর্ণ অন্য একটা মানুষ।

নিজ শর্তেই মা হয়েছেন নায়িকা। সদ্যই তিন পূর্ণ করেছে তার প্রথম পুত্র ইউভান। দ্বিতীয় সন্তানও আসছে আর দু’মাস পরেই। যদিও গর্ভাবস্থার আট মাসেও শুভশ্রী কিন্তু কাজ বন্ধ করেননি। নিয়মিত শ্যুটিং করছেন। ইতিমধ্যেই শ্যুট করেছেন ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে। কারণ অভিনেত্রী মনে করেন, ‘প্রেগন্যান্সি কোনও রোগ নয়’। আর তাই তো নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে যাচ্ছেন নায়িকা।

যদিও তার জিম যাওয়ার ছবি ভিডিও দেখে ট্রোলাররা তাকে এক হাত নিয়েছেন। অনেকেই বলেছেন, এই শো অফ করার চক্করে কোনও বড় বিপদ হয়ে যেতে পারে। নেটিজেনদের কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন যে, গর্ভাবস্থায় যোগব্যায়াম অবধি ঠিক আছে তবে জিমটা একটু বাড়াবাড়ি। যদিও এসবকে পাত্তা দেওয়ার মত মানুষ শুভশ্রী নন। সবকিছুকে সাইডে রেখে তিনি এগিয়ে চলেছেন নিজের মত করে।

আরও পড়ুন : ৪১ দিন উপবাস, ভগবানকে তুষ্ট করতে খালি পায়ে হাঁটছেন কোটিপতি রামচরণ! জানুন কারণ

নায়িকার কাজের কথা বললে, চলতি বছরেরই মুক্তি পেয়েছিল ‘ইন্দুবালার ভাতের হোটেল’। ছবিতে একজন সত্তোরার্ধ বৃদ্ধার চরিত্রে ভালোই নজর কেড়েছেন তিনি। এই ছবির পর মাঝে একবার ছোট্ট বিরতি নিয়েছিলেন হবু মা। সেই সময় তিনি একবার বলেন, ‘পরিবার আমাকে সবচেয়ে বেশি সুখ দেয়, কোনওদিন মনে হয়নি, যে কাজটা আমার মনকে শান্তি দেবে না, সেটা করতে হবে।’ আসলে একটাই তো জীবন, সেই জীবনটাকে উপভোগ করাটা ভীষণ দরকার বলে মত নায়িকার।

আরও পড়ুন : টলিপাড়ায় আবার বিচ্ছেদ! দু’ বছরের মাথায় বিয়ে ভাঙছে স্টার জলসার এই নায়কের

subhashree ganguly (1)

তবে এবার একটা বিশেষ ইচ্ছা প্রকাশ করেছেন এই টলি নায়িকা। তিনি এবার এক কন্যা সন্তানের মা হতে চান। এইদিন নায়িকা বলেন, ‘ঈশ্বর প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া–আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার।’ এদিকে ছেলের কথা বলতে গিয়ে তিনি বলেন, ইউভান নাকি খুব বুঝদার। সে এখন থেকেই বোঝে যে মায়ের নিচু হয়ে খেলা বারণ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর