মিমিকে পছন্দ নয় একেবারেই, শুভশ্রীই ‘প্রথম ক্রাশ’ সুদীপার দু বছরের ছেলে আদিদেবের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বয়স মাত্র দু বছর। এরই মধ‍্যে ক্রাশ (crush) খেয়ে বসে রয়েছে সুদীপা চ‍্যাটার্জির (sudipa chatterjee) ছোট্ট ছেলে আদিদেব (adidev chatterjee)। আদিদেবের সেই ক্রাশ আর কেউ নয়, বরং খোদ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। ‘প্রাণ দিতে চাই’ অভিনেত্রী শুভশ্রীকে দেখে তাই টুক করে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চায়নি ছোট্ট আদিদেব।

জি বাংলার সোনার সংসার অনুষ্ঠানে শুভশ্রীকে দেখেই তাঁকে জড়িয়ে ধরে ক‍্যামেরার জন‍্য পোজ দেয় আদিদেব। কিন্তু অপরদিকে মিমি চক্রবর্তী অনেক টানাটানি করলেও তাঁর সঙ্গে কিছুতেই ছবি তুলতে রাজি নয় আদিদেব। এসব দেখে শুনে।বেশ।মজা পেয়েছেন সুদীপা। ছেলের কাণ্ডকারখানা ক‍্যামেরাবন্দিও করেছেন তিনি।


শুভশ্রী ও মিমির সঙ্গে আলাদা আলাদা ভাবে আদিদেবের দুটি ছবি শেয়ার করে এক মজার ক‍্যাপশন দিয়েছেন সুদীপা। তিনি লেখেন, ‘ছোট্ট আদিদেব ওর ‘প্রাণ দিতে চাই’ ক্রাশ বা প্রথম ক্রাশ শুভশ্রীর প্রতি এতই অনুগত যে মিমির সঙ্গেও একটা ভাল করে ছবি তুলতে রাজি হল না। আমি নিশ্চিত ও বড় হয়ে খুবই আক্ষেপ করবে এটা নিয়ে। তবে প্রথম ভালবাসার প্রতি ও সত‍্যিই খুব অনুগত।’

ছবিতে দেখা যাচ্ছে, শুভশ্রীর হাত ধরে মায়ের দিকে তাকিয়ে পোজ দিয়েছে আদিদেব। শুভশ্রী জড়িয়ে ধরেছেন তাকে। অপরদিকে মিমি জড়িয়ে ধরে ছবি তুলতে গেলে ছোট্ট আদিদেবের মুখে স্পষ্ট বিরক্তি। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এই পোস্ট দেখে।

https://www.instagram.com/p/CMOWAQWBmLi/?igshid=1rdf82p2c72rk

এর আগে সরস্বতী পুজোয় আদিদেবের হাতেখড়ি অনুষ্ঠানের ছবি শেয়ার করেন সুদীপা। মা সরস্বতীকে সামনে রেখেই হাতেখড়ি হয় আদিদেবের। ননদের বাড়ির সরস্বতী পুজোয় এদিন ছোট ছেলের হাতেখড়ি দেন সুদীপা। বড় ছেলে অর্থাৎ স্বামী অগ্নিদেবের আগের পক্ষের ছেলে আকাশের হাত ধরেই প্রথম লিখতে শেখে ছোট্ট আদিদেব। দাদার কোলে বসে শ্লেটে প্রথম লেখা শেখে সে।

এদিন সাদার উপর হলুদ ও গোলাপি কাজের শাড়িতে দেখা যায় সুদীপাকে। ফ‍্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের ডিজাইন করা পাঞ্জাবি পরেছিল আদিদেব। মায়ের কোলে বসে ক‍্যামেরার জন‍্য পোজও দেয় সে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে সেই সব ছবি শেয়ার করেন সুদীপা। সব ছবিই ভাইরাল হয় নেটদুনিয়ায়।

সম্পর্কিত খবর

X