সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! বাংলায় বন্ধ হতে পারে মদ! শুরু হচ্ছে আন্দোলন

বাংলা হান্ট ডেস্কঃ বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। গতকালের পর এদিন দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বর্ধমানে (Burdwan) এই ঘটনার বলি হয় ৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনা নিয়ে যখন বর্তমানে উত্তাল হয়ে পড়েছে বঙ্গ রাজনীতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তাঁর দাবি, “মদ বন্ধ করা নিয়ে এবার বিজেপির মহিলা মোর্চা আন্দোলনে নামবে।” এই বিষয়ে মহিলা মোর্চাকে ইতিমধ্যে সকল নির্দেশ পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছে বলে খবর।

এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “হাঁসখালি থেকে ময়নাগুড়ি পর্যন্ত আমাদের মা-বোনেদের উপর নির্যাতনের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে আর এর পিছনে যদি কোন জিনিসের প্রধান ভূমিকা থেকে থাকে, তাহলে সেটি হল মদ  আমাদের মহিলা মোর্চাকে ইতিমধ্যে সকল নির্দেশ প্রদান করা হয়ে গিয়েছে। ব্লিচিং, ফিনাইল এবং ঝাঁটা নিয়ে অভিযানে নামতে হবে। বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে।”

প্রসঙ্গত, বিহার এবং গুজরাটের মতো রাজ্যগুলিতে অতীতে মদ নিষিদ্ধ করা হয়ে গিয়েছে। সেই সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। তবে বর্তমানে তৃণমূল শাসিত বাংলায় এখনো পর্যন্ত বিষমদ খেয়ে প্রাণ হারাতে হচ্ছে বহু যুবককে আর সেই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন।

jpg 20220709 185125 0000

উল্লেখ্য, বিষমদ কাণ্ডে এদিন আরও বেশ কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। বর্ধমানের খাগড়াগড় এলাকায় শেখ বাপন এবং শেখ বাপ্পা নামে অসুস্থ দুই ব্যক্তিকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে প্রত্যেকের শরীর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে আর এরপরেই দেরি না করে তৎক্ষণাৎ তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রসঙ্গে অসুস্থ যুবকের মা জানান, “আমার ছেলে মাঝেমধ্যে মদ খেত। তবে ওর সাথে এরকম ঘটনা ঘটবে, তা আশা করতে পারিনি।”


Avatar
Sayan Das

সম্পর্কিত খবর