বাংলাহান্ট ডেস্কঃ নিজের ট্যুইটার হ্যান্ডেলের বায়ো থেকে বাদ দিলেন বিজেপির নাম। ট্যুইটার থেকে বিজেপির নাম মুছে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy)। বৃহস্পতিবারই বিজেপির জাতীয় কার্যসমিতির কমিটি থেকে তাঁর নাম বাদ যাওয়ার পর, দলের সঙ্গে বাড়ালেন দূরত্ব। স্যোশাল মিডিয়ায় শুরু হল জোর জল্পনা।
নতুন করে নিজের ট্যুইটারের বায়োতে লিখলেন, ‘রাজ্যসভা এমপি, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি, অধ্যাপক। ব্যবহার যেমন ভালো পাব, তেমনটা ফিরিয়ে দেব’। সুব্রহ্মণ্যম স্বামীর এমন ব্যবহারে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
এই বায়োতে তিনি কোন দল থেকে নির্বাচিত যেসব বিষয়ে কিছুই লেখা নেই। পূর্বে তাঁর এই বায়োতে বিজেপি সাংসদ এবং বিজেপি জাতীয় কর্মসমিতিতে তাঁর উপস্থিতির কথা সমস্তকিছুই পরিস্কার করে লেখা ছিল। কিন্তু বর্তমানে বিজেপি-র জাতীয় কার্যসমিতির কমিটি থেকে বাদ যেতেই, স্যোশাল মিডিয়ায় ছিন্ন করলেন দলের সঙ্গে সম্পর্ক।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন যোদ্ধা হলেও, প্রথম থেকেই কিছুটা বেসুরো গান গাইতেন সুব্রহ্মণ্যম স্বামী। মোদী বিরোধীতার নানা সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকারের বিরোধীতাও করতে দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন সময়ে তাঁর করা বিভিন্ন মন্তব্যের কারণে বহুবার সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে এবার বিজেপির জাতীয় কার্যসমিতির কমিটি বাদ যেতেই তাঁর আচরণ নিয়ে জলঘোলা শুরু হয়েছে।