অযোধ্যা মামলা: হিন্দুদের মৌলিক অধিকার মুসলমানদের সম্পত্তির মালিকানার ঊর্ধে, মন্তব্য সুব্রমনিয়ম স্বামীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক : দীর্ঘ কয়েক বছর ধরে অযোধ্যা মামলা নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে ব্যাপক টানাপড়েন চলছে৷ অযোধ্যায় বিতর্কিত রাম জন্মভূমি নিয়ে বার বার শীর্ষ আদালতে যেন সমস্যা মিটেও মিটছে না৷ হিন্দুরা বলছে অযোধ্যায় মসজিদ নির্মাণের আগেই মন দিন ছিল, এমনকি পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে যে খননকার্য চালানো হয়েছিল তাতেও প্রমাণ মিলেছে একই কথা৷ যদিও তা মানতে নারাজ সুন্নি ওয়াকফ বোর্ড৷ তবে এবার সেই অযোধ্যা মামলা নিয়ে মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ম স্বামী৷

নিজের 80 তম জন্মদিবস উপলক্ষে অযোধ্যার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনেই হিন্দুদের হয়েই সওয়াল করলেন তিনি৷ সেখানেই তিনি জানিয়েছেন হিন্দুদের মৌলিক অধিকার মুসলিমদের সম্পত্তির অধিকারী ঊর্ধ্বে, যখনই দুজনের মধ্যে বিরোধ দেখা যায় সুপ্রিম কোর্ট সর্বদা মৌলিক অধিকারের পক্ষে রায় দেয়৷ একই সঙ্গে জয়ের পক্ষে একশো শতাংশ আশাবাদী সুব্রমনিয়ম জানিয়েছেন নভেম্বরের মধ্যে রাম জন্মভূমি বিতর্কে শীর্ষ আদালত হিন্দুদের পক্ষেই রায় দেবে৷ এবং হিন্দুদের পক্ষে রায় গেলে তার পরেই একটি দুর্দান্ত মন্দির নির্মাণ হবে বলেও জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে তিনি আরও সংযোজন করে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন রাম জন্মভূমি বিরোধে হিন্দুদের জয় নিশ্চিত৷ এমনকি এটি হিন্দুদের মৌলিক অধিকার৷Ayidhya 1568607364

উল্লেখ্য অযোধ্যা মামলা নিয়ে চলতি বছরের আগস্ট মাসের 10 তারিখে সুপ্রিম কোর্টের তরফ থেকেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের সদস্য বিচারপতিকে ভগবান রামের কোনও বংশধর জীবিত আছেন কি না? তা নিয়ে প্রশ্ন করা হয়৷ এই প্রশ্নের পাল্টা সওয়াল শুরু করেন বর্ষীয়ান আইনজীবী পরাশরণ৷ তিনি জানিয়েছিলেন পুরাতত্ত্ব বিভাগের খনন কারও অযোধ্যার মন্দির মসজিদ নির্মাণের আগেই স্থাপন করা হয়েছিল৷


সম্পর্কিত খবর