শিয়ালদহ রুটে শনি-রবি বাতিল একাধিক ট্রেন, সমস্যায় পড়ার আগেই দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) হচ্ছে দেশের কোটি কোটি মানুষের ভরসা। রোজ লক্ষ লক্ষ মানুষ বাড়ি থেকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয় এই রেলপথের উপর ভরসা করেই। তবে মাঝে মাঝে নানাবিধ কারণের জন্য বাতিল করা হয় লোকাল ট্রেন (Local Train Cancel)। বিশেষ করে রেলপথের কাজের জন্য মাঝে মাঝেই বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এই যেমন ২৫ এবং ২৬ নভেম্বর অর্থাৎ শনি ও রবিবার শিয়ালদহের একাধিক শাখায় বাতিল থাকছে বহু লোকাল ট্রেন (Local Train)।

sealdah station

বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন

এইদিন পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, শিয়ালদহ (Sealdah) লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে, কৃষ্ণনগর-ডানকুনি-বনগাঁ-গেদের মতো লোকালগুলি। জানানো হয়েছে, শিয়ালদহ থেকে লালগোলা রুটে সাবওয়ের কাজের জন্য একাধিক লোকাল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল হতে চলেছে। রেল সূত্রে খবর, রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মধ্যে, কাশিমবাজার ও মুর্শিদাবাদ স্টেশনের মধ্যে সাবওয়ে তৈরির কাজ এখন তুঙ্গে।

সাবওয়ের কাজ চলছে

সাবওয়ে তৈরির কারণেই আপাতত বন্ধ রাখা হয়েছে রেল চলাচল। ট্রেন বন্ধের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেল। পাশাপাশি রেল এটাও জানিয়েছে, এই সাবওয়ের কাজ সম্পন্ন হলে রেল চলাচল ব্যবস্থা আরও উন্নত হবে। তাহলে চলুন দেখে নিই এইদিন কোন কোন ট্রেন বাতিল থাকছে।

তালিকায় রয়েছে

আপ 03143 রানাঘাট – লালগোলা মেমু প্যাসেঞ্জার/ ডাউন: 31768 লালগোলা – রানাঘাট ইএমইউ

আপ 03193 কলকাতা – লালগোলা মেমু প্যাসেঞ্জার/ ডাউন: 03194 লালগোলা – কলকাতা মেমু প্যাসেঞ্জার

আপ 03183 শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার/ ডাউন 03190 লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার।

indian railways (3)

পাশাপাশি এই ট্রেনগুলির যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে

13113 কলকাতা – লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, 13114 লালগোলা – কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস, 31773 রানাঘাট – লালগোলা মেমু, 31861 কৃষ্ণনগর – লালগোলা ইএমইউ, 31770 লালগোলা – রানাঘাট, 03115 শিয়ালদহ – লালগোলা মেমু, 03198 লালগোলা – শিয়ালদহ মেমু, 31769 রানাঘাট – লালগোলা ইএমইউ, 31774 লালগোলা – রানাঘাট ইএমইউ, 31771 রানাঘাট – লালগোলা ইএমইউ, 31864 লালগোলা – কৃষ্ণনগর ইএমইউ, 03196 লালগোলা-শিয়ালদহ মেমু। জানিয়ে রাখি, কৃষ্ণনগর – লালগোলা সেকশনে ৩টি আপ এবং ৩টি ডাউন ট্রেন বাতিল থাকবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর