বসিরহাট থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়! অনন্য সাফল্য বাংলার যুবকের, জেনে গর্ব করবেন

বাংলাহান্ট ডেস্ক: বসিরহাটের মেধাবী যুবক ডাক পেলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। সাগ্নিক মন্ডলের এই সাফল্যে এখন উচ্ছ্বাসে ভাসছে বসিরহাট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ছাত্র সাগ্নিক অনলাইনে পরীক্ষা দিয়ে পেলেন বড় সাফল্য। সাগ্নিক চান পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে। এই বাঙালি গবেষকের স্বপ্ন আগামী দিনে তার এই গবেষণায় সাফল্য আসবে।

দেশ ও সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে এই কৃতীর‌। ২৩ বছরের সাগ্নিক মন্ডলের বাস উত্তর ২৪ পরগনার বসিরহাটের ১০ নম্বর ওয়ার্ডের শেখ পাড়ায়। অনেকদিন ধরেই তার অন্যরকম কিছু গবেষণা করার ইচ্ছা। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সে ভর্তি হওয়ার পর তিনি পেয়েছেন নতুন দিশা।

আরোও পড়ুন : মমতার জন্য বিশেষ পুরুস্কার চালু করতে চান শুভেন্দু! হঠাৎ হল টা কী বিরোধী দলনেতার?

দীর্ঘদিন ধরেই সাগ্নিকের স্বপ্ন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা। তার জন্য অনলাইনে পরীক্ষা দেন তিনি। তারপরই মিলেছে সফলতা। ডাক এসেছে বিলেত থেকে। সাগ্নিক চান সেমিকনডাক্টর বা জটিল প্রযুক্তিকে সহজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। সাগ্নিকের কেমব্রিজের কোর্স শুরু হবে অক্টোবর মাসে।

cambridge university1

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কোর্সের সম্পূর্ণ খরচ বহন করবে। এই বাঙালি কৃতী সন্তানের মুকুটে রয়েছে একাধিক পালক। কেমব্রিজ থেকে ডাক পাওয়ার পর নতুন ভাবে সফলতার স্বাদ পেলেন তিনি। সাগ্নিকের বাবা-মা ও প্রতিবেশীরা চান বিলেতে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করুন তিনি। জটিল প্রযুক্তিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করে তুলুন সাগ্নিক।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর