বাংলা হান্ট ডেস্ক: জীবনে কাঙ্ক্ষিত সাফল্য (Success) অর্জনের জন্য আত্মবিশ্বাস বজায় রেখে করতে হয় প্রচুর পরিশ্রম। পাশাপাশি, সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখেই এগিয়ে যেতে হয় নিজের লক্ষ্যের দিকে। আর যাঁরা এই সফরে সফল হন তাঁরাই পৌঁছে যেতে পারেন সফলতার শীর্ষে। শুধু তাই নয়, তাঁদের এই উত্তরণের কাহিনি (Success Story) উদ্বুদ্ধ করে অন্যদেরকেও। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই এক লড়াকু ব্যক্তির প্রসঙ্গ উপস্থাপিত করব।
মূলত, আজ আমরা আপনাদের কাছে ছত্তিশগড়ের (Chhattisgarh) অন্তর্গত চিত্রকূটের ব্রিজেশ ত্রিপাঠীর বিষয়ে জানাবো। যিনি একটা সময়ে দারিদ্রের কারণে শ্রমিক হিসেবে কাজ করলেও কঠোর পরিশ্রমের ওপর ভর করে আজ কয়েক কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়েছেন। তিনি গ্রামে সাইকেলে ঘুরে মশলা বিক্রি করতেন। ওই কাজ করতে করতেই তিনি ধীরে ধীরে ব্যবসায় ভালোভাবে প্রবেশের মাধ্যমে কোম্পানি শুরু করেন। তাতেই মেলে সাফল্য।
২০০ টাকা দিয়ে শুরু করেন কাজ: ব্রিজেশকে কাজের সন্ধানে শহর ছেড়ে চলে যেতে হয়। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিনি একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। কিন্তু তারপর ব্রিজেশ নিজের একটি ছোট ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। সেই মতো তিনি তাঁর সঞ্চয় করা ২০০ টাকা নিয়ে চিত্রকূটে আসেন। এরপর তিনি পরিচিত কয়েকজনের কাছ থেকে কিছু টাকা ধার নেন। ওই টাকা দিয়ে তিনি কানপুর থেকে মশলা আনতে শুরু করেন। ব্রিজেশ সাইকেলে ঘুরে ঘুরে ওইসব মশলা বিক্রি করতেন। এই উপার্জন দিয়েই চলত তাঁর সংসারের খরচ।
আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! সস্তায় সোনা বিক্রি করবে সরকার, তৈরি থাকুন এই তারিখের জন্য
প্রথমে ব্যবসা বুঝে নিয়ে তা শুরু করেন: একদম প্রথম দিকে ব্রিজেশ অল্প পরিমাণে মশলা আনতেন। কিন্তু ধীরে ধীরে তিনি এই ব্যবসা ভালোভাবে বুঝতে শুরু করেন। সময়ের সাথে সাথে তিনি তাঁর ব্যবসার প্রসারও ঘটাতে শুরু করেন। ব্রিজেশ সম্পূর্ণ নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে এই কাজ করতেন। আর এইভাবেই তিনি খাড়া করেন তাঁর নিজস্ব মশলার কোম্পানি রয়েছে। বর্তমানে তিনি প্রিয়া মশলা ইন্ডাস্ট্রিজের মালিক। আজ, তাঁর কোম্পানির তৈরি পণ্যগুলি বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ভিক্টোরিয়ার ৩ কিমির মধ্যে আর করা যাবে না এই কাজ! কড়া নির্দেশ হাইকোর্টের
রয়েছে একাধিক পণ্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আজ প্রিয়া মশলা ইন্ডাস্ট্রিজের মশলা ছাড়া আরও অনেক পণ্য রয়েছে। এই কোম্পানি আচার থেকে শুরু করে চা সহ ধূপকাঠির মতো ৬০ থেকে ৭০ টি প্রোডাক্ট তৈরি করে। এমতাবস্থায়, প্রোডাক্টগুলি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়াণা ও বিহারেও বিক্রি হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যে ব্রিজেশ আগে নিজে অর্থ উপার্জনের জন্য লড়াই করতেন আজ তিনি একাধিকজনকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।