অভাবী সংসারের হাল ধরতে অটো চালানো শুরু, নারী ক্ষমতায়নের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন এই মহিলা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের মতো দেশে মহিলাদের স্বাধীনভাবে কিছু করতে হলে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়। পাশাপাশি অনেকেই মহিলাদের গাড়ি চালানোর বিষয়টি পছন্দ করেন না। অটোর মতো গণযান তো দূরের কথা। এই সব বাধা দূর করে হরিয়ানার এক মহিলা লিখেছেন নতুন নারী ক্ষমতায়নের সংজ্ঞা।  তিনি প্রমাণ করেছেন গাড়ি থেকে গণযান, মহিলারা কোনো কিছুতেই পুরুষের থেকে পিছিয়ে নেই।

images 2020 12 25T111105.719

প্রমীলা, হরিয়ানার হিসারের বাসিন্দা এই মহিলা গত ৬ বছর ধরে অটো চালাচ্ছেন। তিনি নিজে অটো চালাচ্ছেন এবং অন্যান্য মহিলাকেও গাড়ি চালানোর শিক্ষা দিচ্ছেন। আগে লোকেরা তাঁর সমালোচনা করত এবং এখন লোকেরা তাঁর প্রশংসা কুড়োচ্ছেন তিনি।

প্রমীলার বাড়ির আর্থিক অবস্থা ভাল ছিল না। এমন পরিস্থিতিতে তিনি অটো চালানোর কথা ভাবেন। যেমন ভাবনা তেমন কাজ, তিনি অটো চালানো শিখে নেন। এর পরে তৎকালীন পুলিশ সুপার শশাঙ্ক আনন্দ প্রমীলাকেও উত্সাহিত করেছিলেন।

প্রমিলা শহরে গোলাপী অটো চালু করলেন। প্রাথমিকভাবে, ২০ জন মহিলা তাঁর সাথে যোগ দিয়েছিল। ধীরে ধীরে তার দল বাড়ল। দেড় বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রমিলা। তিনি অটো চালানো বন্ধ করেছেন। তবে, তিনি এখনও মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছেন।

যেখানেই মহিলাদের রোহতকের আশেপাশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেন। স্থানীয় প্রশাসন প্রমিলাকে সহযোগিতা করেন। এর পরে প্রমিলা ও তার দল সেখানে গিয়ে প্রশিক্ষণ দেয়। প্রমীলা দাবি করেছেন যে তিনি যে কাউকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে গাড়ি চালানো শেখাতে পারেন।

 

 

 

সম্পর্কিত খবর